• খেলা

    মরক্কোর স্বপ্ন ভেঙে আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগাল

      প্রতিনিধি 19 January 2026 , 11:02:13 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নাটকীয় ও বিশৃঙ্খল ঘটনার পর আফ্রিকা কাপ অব নেশনস জিতেছে সেনেগাল। রবিবার ফাইনালে তারা স্বাগতিক মরক্কোকে ১-০ গোলে হারায়। ম্যাচের নিষ্পত্তি হয় অতিরিক্ত সময়ে।এই ট্রফি সাদিও মানের দলের জেতারই কথা ছিল না। ম্যাচের শেষ দিকে পেনাল্টি নিয়ে বড় বিতর্ক তৈরি হয়। পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়ে বেরিয়ে যান। পরে মানের অনুরোধে তারা আবার মাঠে ফেরেন।

    নির্ধারিত সময়ের যোগ করা সময়ে মরক্কো পেনাল্টি পায়। ভিএআর দেখে কঙ্গোর রেফারি জ্যঁ-জ্যাক এনডালা এই সিদ্ধান্ত দেন। কর্নার ঠেকাতে গিয়ে সেনেগালের ডিফেন্ডার এল হাজি মালিক দিউফ ব্রাহিম দিয়াজকে টান দেন বলে রায় আসে। এই সময় মাঠে দীর্ঘ ১৪ মিনিট খেলা বন্ধ থাকে। খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

    বিজ্ঞাপন

    পেনাল্টি নিতে এসে মরক্কোর তারকা ব্রাহিম দিয়াজ প্যানেনকা শট নেন। তার দুর্বল শট সহজেই ধরে ফেলেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। এই সুযোগ নষ্টে হতাশ হয়ে পড়ে স্বাগতিকরা।এরপর অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। মাঝমাঠ থেকে বল কেড়ে নেন সাদিও মানে। তিনি বল দেন ইদ্রিসা গানা গেইকে। সেখান থেকে পাপে গেইকে পাস দেন তিনি। ভিয়ারিয়াল মিডফিল্ডার পাপে গেই মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমিকে পেছনে ফেলে দারুণ শটে গোল করেন। বল জালে জড়িয়ে যায় গোলরক্ষক ইয়াশিন বুনোর হাত ছুঁয়ে।

    গোলের পর স্তব্ধ হয়ে যায় প্রিন্স মৌলাই আবদেল্লাহ স্টেডিয়াম। ৬৬ হাজারের বেশি দর্শক হতাশায় ডুবে যান। ব্রাহিম দিয়াজকে পরে বদলি করে তুলে নেওয়া হয়।মরক্কো সমতায় ফেরার চেষ্টা করেছিল। অতিরিক্ত সময়ের দ্বিতীয় ভাগে নাইয়েফ আগুয়ের্দের হেড ক্রসবারে লাগে। তবে শেষ পর্যন্ত আর গোল আসেনি।

    এর আগে ম্যাচের দ্বিতীয় যোগ করা মিনিটে সেনেগালের একটি গোল বাতিল হয়। কর্নার থেকে আবদুলায়ে সেকের হেড পোস্টে লাগে। ফিরতি বলে ইসমাইলা সার গোল করেন। রেফারি ফাউলের সিদ্ধান্ত দেন। এই সিদ্ধান্তেও ক্ষুব্ধ ছিল সেনেগাল দল।শেষ দিকে সেনেগাল ২-০ করতে পারত। শেরিফ এনদিয়ায়ে সহজ সুযোগ নষ্ট করেন। তবুও তারা জয় ধরে রাখে।

    এটি সেনেগালের দ্বিতীয় আফ্রিকা কাপ শিরোপা। গত তিন আসরের মধ্যে দুইবার তারা চ্যাম্পিয়ন হলো। ২০২২ সালে তারা মিসরকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল।এই জয়ের মাধ্যমে সেনেগাল যুক্তরাষ্ট্রে আসন্ন বিশ্বকাপের দিকে তাকাতে পারে। তারা আশা করবে সাদিও মানে আবারও আফ্রিকা কাপে খেলবেন। মানে আগেই জানিয়েছিলেন, এই ফাইনালই হতে পারে তার শেষ আফ্রিকা কাপ ম্যাচ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:02 AM মরক্কোর স্বপ্ন ভেঙে আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগাল 10:37 AM ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব 9:56 AM ৫০তম বিসিএস নিয়ে সরকারের নতুন প্রজ্ঞাপন 9:28 AM গাজার ‘শান্তি পর্ষদে’ পাকিস্তানকে আমন্ত্রণ 9:01 AM স্পেনে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১ 8:44 AM হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ 8:30 AM জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ 7:39 PM শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান 7:39 PM মাদারীপুরে ইজিবাইক-যাত্রীবাহী বাস দুর্ঘটনা: ৬ জনের মৃত্যু 7:31 PM ঢাকা-১৭ আসনে জামায়াত প্রার্থী ডা. এস.এম. খালিদুজ্জামান