• খেলা

    তামিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য, সেই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি

      প্রতিনিধি 9 January 2026 , 9:42:29 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেয়ার জেরে নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে বিবেচনা করতে বলেছে বিসিবি।

    এই সিদ্ধান্তের বিপক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মিরপুরে এক অনুষ্ঠানে নিজের মতামত জানান। এরপর তাকে ‘ভারতের দালাল’ বলে আখ্যা দেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। এমন বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বোর্ড। 

    সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে তামিমের বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম লিখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখলো।’ তার এই পোস্ট ছড়িয়ে পড়লে ক্রিকেট আঙিনায় তীব্র প্রতিক্রিয়ার তৈরি হয়।

    বিজ্ঞাপন

    বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের অনেকেই সামাজিক মাধ্যমে প্রতিবাদ ও কড়া প্রতিক্রিয়া জানান। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে ক্রিকেটারদের সংগঠনের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। 

    কোয়াবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নজরে এসেছে। আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। বাংলাদেশের ইতিহাসের সফলতম ওপেনার, দেশের হয়ে ১৬ বছর খেলা ক্রিকেটারকে নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়।”

    ‘শুধু তামিমের মতো একজন বলেই নয়, দেশের যেকোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।’

    বিসিবি সভাপতির কাছে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে জানিয়ে কোয়াব উল্লেখ করেছে, ‘একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও আমাদের প্রশ্ন জাগে। বিসিবি সভাপতির কাছে এর মধ্যেই আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি, যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি।’

    এই বিবৃতির পরেই আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এলো। এখন দেখার বিষয়, তার বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেয় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। 

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:42 PM তামিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য, সেই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি 9:39 PM শেষ দিনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে উপচেপড়া ভিড় 7:10 PM চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২টি বিদেশি শুটারগান ও ৯ রাউন্ড গুলি জব্দ 6:49 PM প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: কুড়িগ্রামে ডিভাইসসহ আটক ১০ 6:27 PM বিপিএল: রাজশাহীকে হারিয়ে শীর্ষে উঠেছে চট্টগ্রাম 6:15 PM ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে, রাজধানীতে বিক্ষোভ সমাবেশ 5:51 PM স্বাধীনতার ঘোষক হিসেবে, জিয়াউর রহমানের নাম পাঠ্যবইয়ে সংযোজন 5:41 PM রাতে বিএনপির জরুরি বৈঠক, দলের ‘চেয়ারম্যান’ হতে পারেন তারেক রহমান 5:30 PM পাবনার দুটি আসনে নির্বাচন স্থগিত: সুপ্রিম কোর্ট 5:16 PM সংসদ নির্বাচন: মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের শেষ