• রাজনীতি

    জাতীয় পার্টির পুনর্বাসন চাই না: ইসিকে আসিফ মাহমুদ

      প্রতিনিধি 6 January 2026 , 5:24:09 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (জাপা) বাইরে রাখার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ, বিগত ফ্যাসিবাদী সরকারের সহযোগী হিসেবে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ গ্রহণযোগ্য নয়।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

    বিজ্ঞাপন

    আসিফ মাহমুদ বলেন, ‘জাতীয় পার্টি অতীতে ফ্যাসিবাদী সরকারের সহযোগী ছিল। আমরা চাই না তারা নির্বাচনে অংশ নিক। কমিশনের কাছে পরিষ্কারভাবে এই অবস্থান তুলে ধরেছি। নির্বাচনের মাধ্যমে তাদের কোনো ধরনের পুনর্বাসন আমরা চাই না।’

    এনসিপির এই দাবির বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, কমিশন তাদের বক্তব্য শুনেছে এবং জানিয়েছে আইনের আওতায় থেকে বিধিবদ্ধ প্রক্রিয়ায় এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

    উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় পার্টির দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দেখা গেছে, দলটির মোট ২২৪ জন প্রার্থীর মধ্যে ৫৭ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বর্তমানে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন ১৬৭ জন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM জাতীয় পার্টির পুনর্বাসন চাই না: ইসিকে আসিফ মাহমুদ 5:09 PM ওসমান হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনের নামে চার্জশিট 5:08 PM ১২ জানুয়ারি ঢাকায় আসছেন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন 4:00 PM গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার 3:33 PM ‘হাওয়া’ খ্যাত অভিনেত্রী তুষির ৩ সিনেমা আসছে 2:39 PM উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫ 2:30 PM ঘরের মধ্যে পড়ে গেছেন মাহাথির মোহাম্মদ, নেওয়া হয়েছে হাসপাতালে 2:06 PM ২ কোটি লিটারের বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন 1:56 PM “পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশন গুলশানের আন্ডারে চলে গেছে” 1:45 PM শাহবাগ থেকে শুরু হলো ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি