
প্রতিনিধি 3 January 2026 , 5:28:44 প্রিন্ট সংস্করণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে-শনিবার (৩ জানুয়ারি) চতুর্থ দিনের শোক পালন করছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। খালেদা জিয়া’র প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও ঢাকার গুলশানে চেয়ারপার্সনের কার্যালয় এবং জেলা কার্যালয়গুলোতে শোক বই খোলা হয়েছে।

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপসহীন নেত্রী ও ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে ৩০ ডিসেম্বর (২০২৫) ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং বিএনপি ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করে।
বিএনপির কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। আর দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা কালো ব্যাজ ধারণ করছেন। এ ছাড়াও দলের কার্যালয় ও দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল এবং কুরআনখানি অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার মৃত্যুর পরদিন ৩১ ডিসেম্বর, জোহরের নামাজের পর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।