
প্রতিনিধি 25 December 2025 , 11:03:25 প্রিন্ট সংস্করণ

দেশের ঘরোয়া ক্রিকেটের সব থেকে বড় এবং জমকালো আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ১২তম সংস্করণ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় এক মাসব্যাপী এই টি-টোয়েন্টি যুদ্ধের পর্দা নামবে আগামী ২৩ জানুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।

এবারের আসরে শিরোপার লড়াইয়ে অংশ নিচ্ছে মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি। দলগুলো হলো— ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স। মাঠের লড়াই চলবে দেশের তিনটি আন্তর্জাতিক ভেন্যু ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের ক্রিকেট স্টেডিয়ামগুলো।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্টের উত্তেজনা সরাসরি দর্শকদের কাছে পৌঁছে দিতে এবারও থাকছে ব্যাপক প্রচারণার ব্যবস্থা। টেলিভিশন পর্দায় টি-স্পোর্টস এবং নাগরিক টিভি ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে যারা খেলা দেখতে চান, তাদের জন্য ‘ট্যাপম্যাড’ (Tapmad)-এ অনলাইন স্ট্রিমিংয়ের সুবিধা রাখা হয়েছে।
ইতোমধ্যেই টুর্নামেন্টকে ঘিরে ক্রিকেট অঙ্গনে উৎসবের আমেজ বিরাজ করছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে দলগুলো।