• আন্তর্জাতিক

    মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ৩১ অভিবাসী আটক

      প্রতিনিধি 12 December 2025 , 12:26:38 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ দেশটির রাজধানীর মসজিদ জামেক এলআরটি স্টেশন ও আশপাশের এলাকায় পরিচালিত বিশেষ অভিযান ‘অপস কুটিপ’ চালিয়ে নারীসহ ৩১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশিও রয়েছেন।

    জেআইএম কুয়ালালামপুরের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, বৃহস্পতিবার রাত ৭টা ২০ মিনিটে শুরু হওয়া এই অভিযানে বিভাগের মোট ২৫ জন কর্মকর্তা অংশ নেন। তারা এলআরটি স্টেশন থেকে নামা বিদেশি যাত্রী এবং স্টেশন চত্বরের বিভিন্ন স্থানে অবস্থানরত ব্যক্তিদের তল্লাশি করেন।

    বিজ্ঞাপন

    তিনি জানান, অভিযানে মোট ৬০ জন বিদেশিকে চেক করা হয়। এর মধ্যে ৩১ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।

    আটকদের নাগরিকত্ব অনুযায়ী তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশিরা, মোট ১১ জন। এরপর রয়েছে ভারত (৮), পাকিস্তান (৭), ইন্দোনেশিয়া (৩) এবং সুদান ও ফিলিপাইনের একজন করে।

    পরিচালক জানান, আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩–এর সেকশন ১৫(১)(সি) অনুযায়ী ‘ওভারস্টে’–র অভিযোগে গ্রেপফতার করা হয়েছে। বাকি সবাইকে সেকশন ৬(১)(সি) অনুযায়ী বৈধ পাস বা পারমিট না থাকার জন্য আটক করা হয়েছে।

    আটকদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:02 PM কুমিল্লা-৪ আসন: ‘নির্বাচন করতে পারবেন না, বিএনপি প্রার্থী মঞ্জুরুল’ 7:38 PM সুপ্রিম কোর্টে দুর্নীতির প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: অফিস আদেশ 7:29 PM মুসাব্বির হত্যার ঘটনা: সারাদেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি 6:56 PM অত্যাবশ্যক তালিকায় নতুনমাত্রায় যোগ হয়েছে ১৩৬টি ওষুধ 6:53 PM নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে 6:35 PM সেন্ট মার্টিনে এক জালে ধরা পড়লো ৬৮৭ লাল কোরাল, বিক্রি ১০ লাখ টাকায় 6:24 PM ধর্মঘট প্রত্যাহার করেছে-এলপিজি ব্যবসায়ীরা 6:13 PM গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ঝুট গোডাউনে আগুন 6:07 PM সুপ্রিম কোর্ট ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি 5:13 PM যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ