
প্রতিনিধি 8 December 2025 , 12:41:46 প্রিন্ট সংস্করণ

বিএনপি ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে না, বরং পরিকল্পনা করে আগায়-এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিজয়ের মাস উপলক্ষে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সাত দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে আজ (সোমবার, ৮ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেইটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বহু রক্তের বিনিময়ে এ গণতন্ত্রের পথ তৈরি হয়েছে। যারা নানাভাবে ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।’

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘এমন কিছু লেখা বা বলা যাবে না, যাতে দেশের স্বার্থে আঘাত লাগে। সবার আগে বাংলাদেশ। জ্ঞানভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে বিএনপিকে সবার এগিয়ে যেতে হবে।’
নারীর ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, দলের ঘোষিত ৩১ দফার ‘ফ্যামিলি কার্ড’ নারীদের আর্থসামাজিক অবস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার দাবি, এ কার্ডের মাধ্যমে নারীরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবেন।
আগামী জাতীয় নির্বাচনে জনগণের সামনে বিএনপির ইতিহাস, আদর্শ ও পরিকল্পনা তুলে ধরার আহ্বানও জানান তিনি।