• বিনোদন

    সামান্থাকে মিয়ামির জার্সি উপহার বেকহ্যামের

      প্রতিনিধি 30 November 2025 , 4:44:11 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সম্প্রতি ভারত সফর করেছেন বিশ্ববিখ্যাত ফুটবল তারকা ও ইউনিসেফ শুভেচ্ছাদূত ডেভিড বেকহ্যাম। এ উপলক্ষে মুম্বাইয়ে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি সাথে ছিলেন বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অনুষ্ঠানে সামান্থাকে ইন্টার মিয়ামির জার্সি উপহার দিলেন ডেভিড বেকহ্যাম।

    সারাবিশ্বে জনপ্রিয় ইংল্যান্ডের সাবেক এই ফুটবলার ও অধিনায়ক বর্তমানে ইউনিসেফের বিশেষ শুভেচ্ছাদূত। মুম্বাইয়ের অনুষ্ঠানটির আয়োজন করেছে মেটা ইন্ডিয়া। অনুষ্ঠানে উভয়েই তাদের সমাজসেবামূলক কাজ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের পর সামান্থা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি বেকহ্যামকে প্রশংসায় ভাসিয়ে তোলেন। এতো প্রশংসার কারণ বেকহ্যাম তার মালিকানাধীন ইন্টার মিয়ামির একটি জার্সি সামান্থাকে উপহার দেন।

    বেকহ্যামকে প্রশংসা করে ভিডিও বার্তায় সামান্থা বলেন,‘আমি অনেক বার বলেছি যে, একজন ভালো মেন্টর খুঁজে পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। আর আমি বলতে পারি, এই ব্যক্তিটি, যাকে আজ আমি সাক্ষাৎ করতে যাচ্ছি, সত্যিই প্রতিটি দিক থেকে অনুপ্রেরণামূলক।’

    বিজ্ঞাপন

    বেকহ্যামের সঙ্গে সাক্ষাতের পর সামান্থা বলেন, ‘ডিসিপ্লিনে পূর্ণ, এক অসাধারণ বাবা, অসাধারণ স্বামী, কমিউনিটির জন্য এক বিশাল স্তম্ভ, আর যদি আপনি কোন মেন্টর খোঁজেন, তাহলে আমি মনে করি, তিনি হচ্ছেন সেই ব্যক্তি, যাকে আপনাকে অনুসরণ করা উচিত।’

    ডেভিড বেকহ্যাম তার ভারত সফরের সময়ে বিশাখাপত্তনমে স্কুলশিশুদের সঙ্গে ফুটবল খেলে সময় কাটান এবং মুম্বাইয়ে একটি হোটেলে ‘দাল কি চাট’ তৈরি ও খেয়ে উদযাপন করেন।

    সোশ্যাল মিডিয়ায় বেকহ্যাম তার সফর নিয়ে লিখেছেন, এত মানুষের ভালোবাসা এবং সদয় আচরণে আমি মুগ্ধ। আমাকে ঐতিহ্যবাহী অভ্যর্থনা এবং দাল কি চাট শেখানোর জন্য ধন্যবাদ। মুম্বাইয়ে কিছু সুন্দর স্মৃতি তৈরি করেছি।

    ডেভিড বেকহ্যাম লীগ পর্যায়ে ম্যানচেস্টার ইউনাইটেড-এর সাবেক খেলোয়াড়। খেলেছেন রিয়াল মাদ্রিদ ক্লাবেও। ফ্রান্সের পিএসজিতেও খেলেছেন তিনি।

    ১৯৯৭ সালে স্পাইস গার্লস-খ্যাত ভিক্টোরিয়া অ্যাডামসের সাথে তার প্রেম শুরু হয়। এরপর ১৯৯৯ সালে তারা বিয়ে করেন। তাদের রয়েছে চারটি সন্তান। বেকহ্যামের তিনটি ছেলে ফুটবল খেলছেন আর্সেনাল অ্যাকাডেমিতে।

    অন্যদিকে, সামান্থা রুথ প্রভু ২০২৩ সালে তেলুগু সিনেমা ‘কুশি’তে অভিনয় করেন। ২০২৪ সালে প্রাইম ভিডিও ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানী’-তে অভিনয় করেছেন। প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন সামান্থা। শুভম সিনেমা তার প্রথম প্রযোজনা। এছাড়া শীঘ্রই রাজ অ্যান্ড ডিকে পরিচালিত ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ সিনেমায় অভিনয় করবেন এই দক্ষিণী অভিনেত্রী।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:19 PM কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১ 5:40 PM রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: সাফাই সাক্ষ্য ১৩ জানুয়ারি 5:32 PM পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত ইসি’র 5:23 PM প্রথম দিনের আপিল শুনানি: ৫২ জনের মনোনয়ন বৈধ করেছে ইসি 5:15 PM গানম্যান পেলেন জোনায়েদ সাকিসহ ৩ জন 4:58 PM ব্যাংক ঋণের চড়া সুদের হার, হঠাৎ কমানো সহজ নয়: অর্থ উপদেষ্টা 4:37 PM বিটিভিতে প্রচার হচ্ছে ‘ব্যাচেলর ডায়েরি’ 1:55 PM মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয় : তারেক রহমান 1:34 PM সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন তারেক রহমান 1:07 PM ইসিতে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা