• খেলা

    সিরিজ বাঁচানোর মিশনে বাংলাদেশ দলে আসতে পারে একাধিক পরিবর্তন

      প্রতিনিধি 29 November 2025 , 11:25:00 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রথমবারের মতো আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই লিটন দাসদের সামনে। একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।

    তবে সিরিজ হারের শঙ্কা থাকলেও ম্যাচের আগের দিন বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। অন্যদিকে, এগিয়ে থাকলেও সাগরিকায় এসে ঘাম ঝরিয়েছে আইরিশরা। শনিবার (২৯ নভেম্বর) ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।

    শুক্রবার দুপুরের তপ্ত রোদে সাগরিকায় উপস্থিত আয়ারল্যান্ড। দেখে বোঝার উপায় নেই, মাত্র কয়েক ঘণ্টা আগেই এখানে একটা ম্যাচ খেলতে হয়েছে অতিথিদের। কিছুটা ব্যতিক্রমী অনুশীলন। টেনিস বলে বড় শট খেলার প্রচেষ্টা। চট্টগ্রামের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে সিরিজ জয় নিশ্চিত করতে ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে আয়ারল্যান্ড। প্রথম ম্যাচের মতোই, কিংবা তার চেয়ে আরও ভালো। তবে চট্টগ্রামে বিশ্রামে থাকতে নারাজ পল স্টার্লিংয়ের দল।

    বিজ্ঞাপন

    এখনো বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের অভিজ্ঞতা হয়নি আইরিশদের। তবে এবার দলটা স্বপ্ন দেখতেই পারে। সাগরিকায় খেলা শেষ দুই ম্যাচের দুটিতেই জিতেছে পল স্টার্লিংয়ের দল। কোণঠাসা হয়ে থাকা টাইগার বধে, এর চেয়ে ভালো সময় আর হয় না।

    অন্যদিকে হারের পর হোটেলেই দিন পার করেছে বাংলাদেশ। ঐচ্ছিক অনুশীলনেও আসেনি দলের কোনো সদস্য। উইন্ডিজের কাছে ধবল ধোলাইয়ের পর ঘরের মাঠে আরও একটা সিরিজ হারের শঙ্কা, অনুশীলনের চেয়ে বিশ্রামকেই বেছে নিলো ফিল সিমন্সের দল।

    প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের দেখা মিলবে সাগরিকায়। বোলারদের জন্য থাকবে সামান্যই। আগের ম্যাচে শরিফুল-সাকিবরা চমক দেখাতে ব্যর্থ। স্পিন ইউনিটও ছিল না তেমন কার্যকর।

    দ্বিতীয় ম্যাচে টাইগার শিবিরে আসতে পারে পরিবর্তন। নাসুমের জায়গায় শেখ মেহেদি কিংবা সাইফউদ্দিন, ৩ পেসার থেকে একজন ছেঁটে ফেলার সিদ্ধান্তও নিতে পারে ম্যানেজমেন্ট। সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহানও।

    টানা ৪ টি-টোয়েন্টি হারে বিপর্যস্ত থাকা টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ জয়ের পথে ফেরা। টিম কম্বিনেশন নিয়ে চলছে বিস্তর পরীক্ষা। অথচ সময় বেশি বাকি নেই বিশ্বকাপের আগে। 

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:06 PM নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, জানাল প্রেস উইং 9:52 PM বাবার হোটেলের কর্মচারী মিলনের হাতেই খুন হন শিক্ষার্থী নিলি 8:10 PM শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ: ঢাকা বিভাগীয় কমিশনার 7:52 PM মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশু’র অবস্থা আশঙ্কাজনক 7:15 PM ‘ইরানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ১০৯ সদস্য নিহত’ 7:00 PM দ্বিতীয় দিনে ৫৭ জনের আপিল মঞ্জুর করেছে ইসি 6:49 PM ‘সব ইইউ পর্যবেক্ষক নিরপেক্ষ মতামতের জন্য দায়বদ্ধ’ 6:29 PM প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ 6:22 PM বড় পরিবর্তন আসছে আমদানি নীতি আদেশে, খসড়া প্রস্তুত 6:13 PM মুসাব্বির হত্যার নেপথ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব: ডিবি