• বিনোদন

    সৃজিতের সিনেমায় বদলে গেল নায়িকা

      প্রতিনিধি 28 November 2025 , 12:04:20 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির নতুন ছবি ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ ঘিরে যেন আলোচনা থামছেই না। প্রযোজকের পালাবদলের খবর শোনা গিয়েছিল আগেই, এবার আরও বড় চমক। নায়িকার আসনেও ঘটেছে নাটকীয় পরিবর্তন। প্রথমবার বড়পর্দায় সৃজিতের ক্যামেরার সামনে আসতে চলেছিলেন মিমি চক্রবর্তী। কিন্তু শুটিংয়ের আগেই চিত্রনাট্যের ভাঁজে, প্রযোজনা বোর্ডরুমে জমাট বাঁধা দ্বন্দ্বে বদলে গেল বেশকিছু মুখ।

    বিজ্ঞাপন

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রথমে ঘোষণা এসেছিল, সৃজিতের ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন সোহিনী সরকার, আবীর চট্টোপাধ্যায় এবং টোটা রায় চৌধুরীকে। কিন্তু নতুন প্রযোজনা সংস্থা যুক্ত হওয়ার পরে বেশকিছু মুখ বদলেছে। যেমন সোহিনী সরকারের পরিবর্তে মিমি, রুদ্রনীল ঘোষের পরিবর্তে দেখা যাবে মঞ্চাভিনেতা বুদ্ধদেব দাসকে। সত্যম ভট্টাচার্যের পরিবর্তে অভিনয় করবেন ঋক চট্টোপাধ্যায়। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ছবির প্রথম পোস্টার। কিন্তু কেন এত বদল? এ বিষয়ে সৃজিত জানান, সোহিনীর পরিবর্তে মিমি আসার সিদ্ধান্ত কেন, তার সঠিক উত্তর দিতে পারবেন প্রযোজক।

    ছবির অভিনেতা, অভিনেত্রী বাছাইয়ের ক্ষেত্রে পরিচালকের সিদ্ধান্তই কি তা হলে সব নয়? এমন প্রশ্নের জবাবে সৃজিতের বলেন, ‘অনেক ক্ষেত্রে তা হয় না। আসলে অভিনেতাদের বাছাইয়ের ক্ষেত্রে তো অনেক বিষয় জড়িয়ে থাকে।’

    এদিকে প্রযোজক প্রদীপ কুমার নন্দীর বলেন, ‘প্রথমত সৃজিতদার সঙ্গে কাজ করছি। খুবই খুশি আমরা। আর আগে কি ঠিক হয়েছিল, সেটা আমাদের সেভাবে জানা ছিল না। নতুন করে সবটা সাজানোর পরিকল্পনা করি আমরা। আর মিমি চক্রবর্তীও অসাধারণ অভিনেত্রী। তাই বলে সোহিনী ভালো নয় বলছি না। কারণ, ওর সঙ্গে আমরা সম্প্রতি একটি কাজ করলাম।’

    তবে বাকিদের ক্ষেত্রে সম্পূর্ণ সিদ্ধান্ত পরিচালকের। সৃজিত বলেন, ‘রুদ্রনীল আর আমি দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি ওই চরিত্রে বুদ্ধদেব দাসকেই মানাবে। আর কাকাবাবুর জন্য সত্যম অনেকটা ওজন বাড়িয়েছে। এদিকে এই ছবির চরিত্রের জন্যও নির্দিষ্ট কিছু চাহিদা আছে। তাই ঋককে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

    জানা যায়, সব ঠিক থাকলে ২০২৬ সালের জানুয়ারি থেকে সিনেমার শুটিং শুরু করবেন পরিচালক।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:37 PM চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৬ শতাংশে উন্নীত হবে: বিশ্বব্যাংক 8:29 PM তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট নেতাদের বৈঠক 8:15 PM মাসুম হত্যা মামলা: শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে পরোয়ানা 8:01 PM ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা, আরব আমিরাতের 6:22 PM ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলা হবে 6:15 PM মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা: কৃত্রিমভাবে চলছে শ্বাস-প্রশ্বাস 6:14 PM আবারও গুরুত্বপূর্ণ ৩ সড়ক অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের 5:38 PM বিএনপি জুলাই সনদের প্রতিটি প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: সালাহউদ্দিন আহমেদ 5:35 PM কাতারের বিমানঘাঁটি থেকে কর্মীদের সরে যাওয়ার পরামর্শ 4:53 PM লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট