• খেলা

    বিশ্বকাপে দুঃস্বপ্নময় প্লে-অফের মুখোমুখি ইতালি

      প্রতিনিধি 17 November 2025 , 11:19:40 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইতালিকে যেন কেউ মুক্তি দিচ্ছে না। প্রতি চার বছর পরপর বিশ্বকাপ বাছাইপর্ব এলেই চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এসে হাজির হয় একই দুঃস্বপ্ন-প্লে-অফে পড়া, অনিশ্চয়তার পথে হাঁটা, আর অপ্রত্যাশিত ব্যর্থতার আতঙ্ক। নরওয়ের বিপক্ষে দু’দফা হার তাদের আবারও ঠেলে দিয়েছে সেই পুরোনো অন্ধকার গহ্বরে। এবারও সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করা হলো না গাত্তুসোর দলের; সামনে অপেক্ষা করছে দুটো এক ম্যাচের ‘ডু-অর-ডাই’ লড়াই। হারলেই টানা তৃতীয় বিশ্বকাপ থেকে বিদায়।

    গেন্নারো গাত্তুসোর আগমনে ইতালিয়ান ফুটবল যেন নতুন উদ্দীপনা খুঁজেছিল। কিন্তু মাঠের বাস্তবতা ছিল বেশি কঠিন। সান সিরোয় ১-৪ গোলে নরওয়ের কাছে ভেঙে পড়ার পরই পরিষ্কার হয়ে গিয়েছিল-ইতালির পথ যাবে সেই ভয়ংকর মুখোমুখি লড়াইয়ের দিকে, যেখানে ভুলের কোনো জায়গাই নেই। আরও যেটা আশঙ্কা বাড়াচ্ছে, তা হলো অতীত ব্যর্থতার ইতিহাস।

    দুটি অভিশপ্ত প্লে-অফের স্মৃতি

    বিজ্ঞাপন

    ২০১৮ সালে সুইডেনের বিপক্ষে গোলশূন্য ড্র টেনে জিয়ামপিয়েরো ভেনচুরার ইতালি হারায় বিশ্বকাপের টিকিট। বুফন, কিয়েলিনিরাও সেদিন রুখতে পারেননি ১-০ ব্যবধানের প্রথম লেগের ক্ষত।

    চার বছর পর আরও ভয়ংকর ঘটনা। নিজ মাঠে উত্তর মেসিডোনিয়ার কাছে যোগ করা সময়ে গোল হজম করে কাতার বিশ্বকাপের স্বপ্নভঙ্গ। ইউরো জয়ীরা পরিণত হয় আরেক অপ্রত্যাশিত ট্র্যাজেডির নায়ক। এবারও সেই শঙ্কা জমাট বাঁধছে।

    সম্ভাব্য প্রতিপক্ষ আরও ভয়ংকর

    মার্চ ২৬ থেকে ৩১-এই পাঁচ দিনের মধ্যে ইতালিকে জিততেই হবে দুটি ম্যাচ। সেগুলো কার বিরুদ্ধে হবে, সে রহস্য এখনো উন্মোচন করেনি উয়েফা। ড্রয়ের বাটখারায় যে প্রতিপক্ষ মিলতে পারে, তাতে ভয়টা আরও বাড়বেই।

    তালিকায় রয়েছে ইউক্রেন, তুরস্ক, আয়ারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, আলবেনিয়ার মতো দল। তাতে আবার যোগ হতে পারে জার্মানি, ডেনমার্ক, বেলজিয়াম, স্কটল্যান্ড, অস্ট্রিয়ার মতো পরাশক্তিও। যে কারও বিপক্ষে পড়লেই ম্যাচটা হয়ে যাবে জীবন-মৃত্যুর লড়াই।

    ইতালি ফের সেই চেনা মোড়ে দাঁড়িয়ে-ইউরোপীয় ফুটবলের এক ঐতিহ্য, অথচ তৃতীয়বারের মতো বিশ্বকাপে না খেলার বাস্তব হুমকির সামনে। এবার কি তারা অতীত থেকে শিক্ষা নেবে, নাকি পরিণতি হবে আবারও সেই হৃদয়বিদারক পরাজয়? পুরো ফুটবলবিশ্ব অপেক্ষায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:38 AM খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল 10:45 PM সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা 10:43 PM বাড়লো জ্বালানি তেলের দাম 10:41 PM বিপিএল নিলাম: প্রথম পর্ব শেষে কার পকেটে কত টাকা? 10:39 PM বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন 10:36 PM ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন- প্রধানমন্ত্রী হতে চাই না, চাই দেশের গণতন্ত্র ফিরে আসুক’ 6:42 PM অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ 6:17 PM যে কারণে জাকের-মাহিদুলকে দলে নিতে বাধ্য হলো নোয়াখালী 6:00 PM গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে: গোলাম পরওয়ার 5:59 PM ৭৫ লাখ টাকায় লিটনকে স্কোয়াডে টানে রংপুর রাইডার্স