
প্রতিনিধি 7 November 2025 , 1:30:53 প্রিন্ট সংস্করণ

দুবাইয়ে চলমান আইসিসি বোর্ড মিটিংয়ে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের উত্তেজনা তুঙ্গে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির বিরুদ্ধে নতুন অভিযোগ আনার প্রস্তুতি নিয়েছে। অভিযোগের মূল বিষয়—নকভির একাধিক সরকারি ও ক্রীড়া পদে অধিষ্ঠান, যা আইসিসির সুশাসনবিধি লঙ্ঘনের সমতুল্য।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ভারতের অবস্থানকে সমর্থন দিয়েছে। এদিকে, এশিয়া কাপ ট্রফি বিতর্কও আইসিসি বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে। সেপ্টেম্বরে ভারতের জয়ী হওয়া ম্যাচের পর নকভি থেকে ট্রফি গ্রহণে ভারতীয় খেলোয়াড়রা অনীহা প্রকাশ করেছিলেন। এখনো ট্রফি সরাসরি ভারতীয় দলের হাতে পৌঁছায়নি।
পিসিবির পক্ষ জানায়, নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে আইনসংগতভাবে কাজ করছেন। দুবাইয়ের এই বৈঠক সাম্প্রতিক সময়ের সবচেয়ে উত্তেজনাপূর্ণ আইসিসি সভা হিসেবে চিহ্নিত হতে পারে।