
প্রতিনিধি 6 November 2025 , 8:47:03 প্রিন্ট সংস্করণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না। নির্বাচনের দিনই গণভোট হতে হবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে করছেন উপদেষ্টারা। তাই বিভিন্ন টালবাহানা করছেন। বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না। নির্বাচনের দিনই গণভোট হতে হবে।
এ ছাড়াও টালবাহানা না করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। অন্যথায় সরকার ব্যর্থ হবে বলেও জানান বিএনপি মহাসচিব।