
প্রতিনিধি 3 November 2025 , 11:15:33 প্রিন্ট সংস্করণ

অবশেষে গুঞ্জনটা সত্যি প্রমাণিত হলো। বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন মোহাম্মদ আশরাফুল। তবে পূর্ণকালীন নয়, আশরাফুল দায়িত্ব পেয়েছেন কেবল একটি সিরিজের জন্য। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে লিটন দাস-নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন আশরাফুল।
অনেকদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের বিশেষায়িত কোনো ব্যাটিং কোচ নেই। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন-ই ব্যাটিংয়ের দায়িত্ব সামলে আসছিলেন। তবে সম্প্রতি ব্যাটারদের অবনমনে এই প্রসঙ্গ আবারও আলোচনায় আসে।
বিদেশী কয়েকজনের সঙ্গে আলোচনা চলমান বলেও জানা গিয়েছিল। তবে এরই মধ্যে আপদকালীন হিসেবে দায়িত্ব পেলেন আশরাফুল। আজ (৩ নভেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে আশরাফুলকে আয়ারল্যান্ড সিরিজের ব্যাটিং কোচ হিসেবে ঘোষণা করা হয়।

দীর্ঘ ৭ ঘণ্টার মিটিং শেষে সাংবাদিকদের সামনে সিদ্ধান্ত তুলে ধরা হয়। জাতীয় দলের সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাককে দেয়া হয়েছে টিম ডিরেক্টরের দায়িত্ব। আশরাফুলের মতো তাকেও শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্য দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগের বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রথমত আশরাফুলের যে অভিজ্ঞতা আছে সেটা তো আছেই। তারপর কোর্সের ক্ষেত্রে যদি দেখা হয় বিশেষজ্ঞ ব্যাটিং কোর্স করেছে, লেভেল-থ্রি কোচিং কোর্স করেছে। এ ছাড়া আমাদের প্রিমিয়ার লিগ, বিপিএলে কোচিং করাচ্ছে। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে ওর যে অনেক অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতাটা যেন শেয়ার করতে পারে আমাদের খেলোয়াড়দের সাথে।’
পুরোদস্তুর কোচ বনে যাওয়া আশরাফুল এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। স্বাদ পেয়েছেন গ্লোবাল সুপার লিগ জয়েরও। সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন জাতীয় দলের এই প্রথম সুপারস্টার।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিং কোচের পদে একের পর এক পরিবর্তন এসেছে। নিক পোথাসের বিদায়ের পর স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেছেন ডেভিড হেম্প। তিনি সরে যাওয়ার পর সিনিয়র সহকারী কোচের দায়িত্বের পাশাপাশি টাইগারদের ব্যাটিং কোচের ভূমিকাও পালন করেছেন মোহাম্মদ সালাউদ্দিন।