• খেলা

    টি-টোয়েন্টিকে বিদায় জানালেন কেইন উইলিয়ামসন

      প্রতিনিধি 2 November 2025 , 12:03:01 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কিংবদন্তি ব্যাটার কেইন উইলিয়ামসন।
    নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিজ্ঞপ্তিতে উইলিয়ামসনের অবসরের কথা নিশ্চিত করেছে।

    অবসরের সিদ্ধান্ত প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, দীর্ঘ সময় ধরে এই ফরম্যাটের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। এটি অসাধারণ এক যাত্রা ছিলো। এখন সময় এসেছে দলকে এগিয়ে নেওয়ার নতুন অধ্যায় শুরু করার।

    বিজ্ঞাপন

    আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেও উইলিয়ামসন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহক উইলিয়ামসন। ৯৩ ম্যাচে তার রান ২৫৭৫, গড় ৩৩, ফিফটি ১৮টি এবং সর্বোচ্চ ইনিংস ৯৫।

    ২০১১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া উইলিয়ামসন ৭৫ ম্যাচে ব্ল্যাকক্যাপসদের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে নিউজিল্যান্ড পৌঁছেছিলো দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে (২০১৬ ও ২০২২) এবং একটি ফাইনালে (২০২১)।

    এদিকে ওয়ানডে ও টেস্ট ক্যারিয়ার নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেননি উইলিয়ামসন। ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে বর্তমানে টেস্ট প্রস্তুতিতেই মনোযোগী এই ব্যাটার বলেন, ব্ল্যাকক্যাপস আমার জীবনের বিশেষ একটি অংশ। এই দলের জন্য নিজের সবটুকু দিতে চাই।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:49 AM ৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব 8:35 AM ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির জবাব দিল নাইজেরিয়া 8:29 AM নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত 8:22 AM যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন, লেবাননে হামলা জোরদার 8:13 AM আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প 12:11 AM অপশক্তির কাছে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কি-না, এমন শঙ্কা তারেক রহমানের 11:24 PM খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা হামলা ও গুলিবর্ষণ, নিহত ১ 9:53 PM নারী বিশ্বকাপ ফাইনাল: দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট 9:36 PM বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ৫০তম ড. মুহাম্মদ ইউনূস 9:15 PM সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা