...
লাইফস্টাইল

বেড-টি পান করা কতটুকু নিরাপদ?

  লাইফস্টাইল ডেস্ক 7 September 2025 , 8:33:01 প্রিন্ট সংস্করণ

- টেবিলে রাখা চায়ের কাপ। ছবি: সংগৃহীত।

চা বন্ধুদের সঙ্গে উপভোগ করা একটি পানীয়। যেমন চায়ের আড্ডায় বসলে কত সময় কেটে যায়, তার কোন হিসাব নাই। এ ছাড়াও অতিথিদের স্বাগত জানানো বা ক্লান্তি দূর করার দুর্দান্ত পানীয় হচ্ছে চা। তবে বেশিরভাগ পরিবারেই সকালে ঘুম থেকে উঠে বেড-টি নামক চা খালি পেটে পান করার একটি অভ্যাস রয়েছে।

এই চা দিয়ে সকাল শুরু করা কি স্বাস্থ্যের জন্য ভালো? অবশ্যই না! কারণ চায়ের মধ্যে রয়েছে ক্যাফেইন। তাই চা দিয়ে সকাল শুরু করবেন না। ক্যাফেইন খাওয়ার আগে পেটে কিছু খাবার দেয়া উচিত। অন্যথায় এটি পাকস্থলীর অ্যাসিড তৈরি করতে পারে। যার কারণে সারাদিন হজমে ব্যাঘাত ঘটতে পারে।

চলুন জেনে নেয়া যাক, খালি পেটে চা খেলে কী হয়- সকালে চা পান করলে পেটে অ্যাসিডিক এবং ক্ষারীয় পদার্থের ভারসাম্যহীনতার কারণে বিপাকীয় ব্যবস্থা ব্যাহত হতে পারে। যা শরীরের নিয়মিত বিপাকীয় কার্যকলাপে বাধা দিতে পারে।

পানিশূন্যতা ও দাঁতের এনামেল ক্ষয়: প্রকৃতপক্ষে চা হলো মূত্রবর্ধক অর্থাৎ এটি আমাদের শরীর থেকে পানি সরিয়ে দেয়। যাপিত জীবনে রাতের বেলায় ৮ ঘণ্টা নিয়মিত ঘুম না হলে, আমাদের শরীর এমনিতেই পানিশূন্য হয়ে পড়ে। আর চা কেবল সেই অবস্থাকে আরও বাড়িয়ে তোলে। তাই, অতিরিক্ত পানিশূন্যতা অবশেষে খনিজ পদার্থের ভারসাম্যহীনতা তৈরি করে যা পেশীতে খিঁচুনি সৃষ্টি করতে পারে। অপরদিকে, সকালে খালি চা পান করলে মুখের ব্যাকটেরিয়া চিনি ভেঙে ফেলে যার ফলে মুখে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়। এটি আপনার দাঁতের এনামেলের ক্ষয় ঘটাতে পারে।

পেট ফাঁপা ও ক্যাফেইনের বিপরীতমুখী প্রভাব: ক্যাফেইন তাৎক্ষণিক শক্তি বৃদ্ধি করে। তবে খালি পেটে শরীরে প্রচুর ক্যাফেইন গেলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যার মধ্যে রয়েছে বমি বমি ভাব, মাথা ঘোরা ইত্যাদি। কিছু খাওয়ার পর চা বা কফি পান করা ভালো। চায়ে দুধের উপস্থিতি পেট ফুলে যাওয়ার কারণ হতে পারে। মূলত দুধে ল্যাকটোজ বেশি থাকার কারণে পেট ফুলে যেতে পারে যা খালি পেটে থাকলে অন্ত্রকে প্রভাবিত করতে পারে।

আরও খবর

Sponsered content

সর্বশেষ সংবাদ
8:33 PM বেড-টি পান করা কতটুকু নিরাপদ? 7:38 PM আ.লীগের ঝটিকা মিছিল, সরকারের নির্দেশনা কী? 7:27 PM ‘তারেক রহমান ফিরলেই ভোটের কাজ অর্ধেক শেষ’ 7:22 PM ছাগলকাণ্ডের মতিউরকে সুবিধা দেওয়ায় ১১ পুলিশ বরখাস্ত 7:18 PM ববি হাজ্জাজকে হত্যাচেষ্টা: শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা 7:13 PM ঘুস-দুর্নীতির অভিযোগে চাকরি গেল দুদক কর্মকর্তার 7:08 PM ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না: প্রেস সচিব 7:03 PM সংসদ ভবন এলাকায় আ.লীগের মিছিল, ছাত্রলীগ নেতা আটক 6:59 PM আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে, স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা 6:55 PM ভারত দুই মাসের মধ্যে ক্ষমা চাইবে: যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.