জাতীয়

গতি কমল মেট্রোরেলের

  প্রতিনিধি 27 October 2025 , 5:45:52 প্রিন্ট সংস্করণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে গতকাল (রোববার) মর্মান্তিক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ নামের এক পথচারীর মৃত্যু হয়। এরপর দীর্ঘ ২৩ ঘণ্টা পর ফার্মগেট স্টেশন দিয়ে মেট্রোরেল চলাচল শুরু হয়। তবে, নিরাপত্তার স্বার্থে বিজয় সরণি-ফার্মগেট-বিজয় সরণি অংশে মেট্রোরেল ধীরগতিতে চলছে।

সোমবার (২৭ অক্টোবর) মেট্রো ভ্রমণকারী কয়েকজন যাত্রী এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন।

এমআরটি লাইন-৬ এর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে বিজয় সরণি-ফার্মগেট-বিজয় সরণি অংশে মেট্রোরেলের গতি কমিয়ে দেওয়া হয়েছে।

ফেসবুকে শুকুর আলী খান নামের একজন পোস্ট দেন, ‘মেট্রোরেল ফুল ফাংশনিং! উত্তরা উত্তর-মতিঝিল-উত্তরা উত্তর সম্পূর্ণরুটে চলছে! আপাতত অস্থায়ী সমাধান হিসেবে, এই পদ্ধতি এপ্লাই করা হয়েছে। খামারবাড়ির মোড়ে খুবই ধীর গতিতে চলছে!

আরও কয়েকজন জানান, বিজয় সরণি স্টেশন পার হওয়ার পরই মেট্রোরেলের গতি হঠাৎ কমে যায়।’

বিজ্ঞাপন

মাসুদ পারভেজ নামের একজন বলেন, ‘আগেও বিজয় সরণি থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত মেট্রোরেলের গতি কম ছিল। তবে গতকাল দুর্ঘটনার পর গতি আরও কমে গেছে।’

যদিও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ বিষয়ে কোনো তথ্য জানায়নি।

উত্তরা থেকে মতিঝিল রুটে মেট্রো চালুর বিষয়ে ডিএমটিসিএল জানায়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, আজ বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চলছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

উল্লেখ্য, গতকাল (রোববার) দুপুর সোয়া ১২টার দিকে বিয়ারিং প্যাড খসে পড়লে আবুল কালাম নামের এক যুবক মারা যান। এ ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এরপর বিকেল থেকে আগারগাঁও-উত্তরা অংশে এবং সন্ধ্যায় শাহবাগ-মতিঝিল অংশে ট্রেন চলাচল করতে দেখা যায়। তবে দুর্ঘটনার পর থেকেই আগারগাঁও থেকে শাহবাগ অংশে ট্রেন চলাচল বন্ধ ছিল।

এর আগে, গত বছরের ১৮ সেপ্টেম্বর একই এলাকায় বিয়ারিং প্যাড পড়ে ট্রেন চলাচল বন্ধ হলেও সেবার কোনো প্রাণহানি ঘটেনি।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:04 AM বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা তারেক রহমানের যে বার্তা পেলেন 11:34 PM নিজের উত্তরসূরীর নাম ঘোষণা করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট 11:28 PM সোনার দাম আরও কমলো 11:25 PM অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর 11:22 PM হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের 11:20 PM শেষ বৈঠক ঐকমত্য কমিশনের, সুপারিশ পেশ মঙ্গলবার 11:16 PM সারজিস আলমের উপস্থিতিতে এনসিপির সমন্বয় সভায় হট্টগোল 6:03 PM শাপলা প্রতীক পাচ্ছেনা এনসিপি 5:55 PM টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ 5:45 PM গতি কমল মেট্রোরেলের