রাজনীতি

লাগাতার আগুনের ঘটনা দেশি ও বিদেশী শক্তির ষড়যন্ত্র: রিজভী

  প্রতিনিধি 20 October 2025 , 6:53:04 প্রিন্ট সংস্করণ

বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হাসিনা বিহীন বাংলাদেশ ঠিকমতো চলছে না দেখানোর জন্যই লাগাতার অগ্নিকাণ্ড এবং দেশি ও বিদেশী শক্তির ষড়যন্ত্র। সোমবার (২১ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।

এ সময় রিজভী বলেন, ‘এসব অগ্নিকাণ্ড কিংবা বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না। এরপরও সরকার এসব বিষয়ে নজর দিতে হবে। আমরা মনে করি নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের দৃঢ়তা দেখিয়েছে। সবাইকে একত্রিত করা, নীতির প্রশ্নে যে প্রশ্নগুলো নির্বাচন কমিশনের আইনের মধ্যে পড়ে না বা রাষ্ট্রীয় আইনের মধ্যে পড়ে না, সেই ব্যাপারে তাদের দৃঢ় অবস্থান।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে বিএনপি’র যুগ্ম মহাসচিব সরকারের উদ্দেশে বলেন, ‘প্রশাসনের ভেতর দোসরদের যে লোকরা আছে এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন’। নির্বাচন কমিশন বিষয়ে উল্লেখ করে জানান, সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো নির্বাচন কমিশনের পক্ষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব’।

উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রামের প্রত্যন্ত গ্রামের অন্ধ কন্ঠশিল্পী জাহাঙ্গীর আলম বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি গান পরিবেশন করেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। গানটি তারেক রহমানের নজরে আসে। পরে তার নির্দেশে জাহাঙ্গীর আলমের বাড়িতে আসেন রুহুল কবির রিজভী। এর আগে চান্দিনায় জুলাই আন্দোলনের নিহত এক শহীদের কবর জিয়ারত করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন, রশিদ ইয়াছিন, ‘আমরা বিএনপি পরিবার সংগঠনে’র আহবায়ক আতিকুর রহমান রুমন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক সদস্য আমিরুজ্জামান আমির, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সভাপতি মো. কামরুল হুদাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক