খেলা

৩৮ বছর বয়সে অভিষেক হলো আফ্রিদির

  প্রতিনিধি 20 October 2025 , 2:36:30 প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান জাতীয় দলে অভিষেক হলো বাঁ-হাতি স্পিনার আসিফ আফ্রিদির। সোমবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে তিনি পেয়েছেন পাকিস্তানের ২৬০তম টেস্ট ক্যাপ। ৩৮ বছর ২৯৯ দিন বয়সে জাতীয় দলে জায়গা করে নেওয়ার মাধ্যমে এক বিরল রেকর্ড গড়েছেন এই স্পিন অলরাউন্ডার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ দিয়েই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান আফ্রিদি। যদিও প্রথম ম্যাচে একাদশে ছিলেন না, তবে দ্বিতীয় টেস্টে তার অপেক্ষার অবসান ঘটে। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরুর আগে তার হাতে টেস্ট ক্যাপ পরিয়ে দেন পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি।

বিজ্ঞাপন

এর আগে দুর্নীতির দায়ে একসময় নিষিদ্ধ হয়েছিলেন আসিফ আফ্রিদি। দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে ২০২২ সালে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, যার মধ্যে এক বছর ছিল স্থগিত নিষেধাজ্ঞা। শাস্তি কাটিয়ে মাঠে ফেরার পর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সেই নির্বাচকদের নজর কাড়েন তিনি।

৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে আফ্রিদি এখন পর্যন্ত নিয়েছেন ১৯৮টি উইকেট এবং ব্যাট হাতে করেছেন ১ হাজার ৬৩০ রান।

পাকিস্তানের হয়ে তার চেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেকের নজির আছে মাত্র একজনের ১৯৫৫ সালে ভারতের বিপক্ষে লাহোর টেস্টে অভিষেক হয় অফ স্পিনার মিরান বাখশের, তখন তার বয়স ছিল ৪৭ বছর ২৮৪ দিন।

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেকের রেকর্ডটি ইংল্যান্ডের জেমস সাউদারটনের। ইতিহাসের প্রথম টেস্টে ১৮৭৭ সালে মাঠে নামার সময় তার বয়স ছিল ৪৯ বছর ১১৯ দিন।

২০১৮ সালে আয়ারল্যান্ডের এড জয়েস ৩৯ বছর ২৩১ দিন বয়সে টেস্ট অভিষেক করেছিলেন, যা আধুনিক যুগে দেরিতে অভিষেকের অন্যতম দৃষ্টান্ত।আসিফ আফ্রিদির দেরিতে হলেও জাতীয় দলে জায়গা করে নেওয়া প্রমাণ করে, অধ্যবসায় আর পরিশ্রমের মাধ্যমে স্বপ্ন পূরণ অসম্ভব নয়।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক