খেলা

বৈষম্যের অবসান: নারী ক্রিকেটাররাও পাবেন ছেলেদের সমান ভাতা

  প্রতিনিধি 15 October 2025 , 8:22:13 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

দেশের ক্রিকেটে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের অবসান ঘটছে। প্রশংসনীয় এ উদ্যোগে নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলেদের সমান করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে নারী ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের সমান আর্থিক সুবিধা পাবেন। বর্তমানে মিরাজ-শান্তরা বিদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গেলে দৈনিক ভাতা ও ট্যুর ফি মিলিয়ে (৭৫ + ৪০ ডলার) মোট ১১৫ ডলার পান। সেখানে নিগার সুলতানা জ্যোতিদের এখন পর্যন্ত সাকল্যে দেয়া হচ্ছিল ৭৫ ডলার।

বিসিবির নারী বিভাগ জানিয়েছে, সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম সবশেষ বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এই ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড পেজে তিনি লেখেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের একাধিক সাফল্য থাকলেও, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল নারী ক্রিকেটাররা।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি