প্রতিনিধি 14 October 2025 , 6:05:27 প্রিন্ট সংস্করণ

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে খেলছে তারা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় টস হেরে শুরুতে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। ম্যাচটি দেশের দুটি বেসরকারি টেলিভিশন সরাসরি সম্প্রচার করছে।

ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২১ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। আফগানদের জয় আছে ১০ ম্যাচে। সিরিজের তৃতীয় ম্যাচ জিতলে শুধু বাংলাদেশকে হোয়াইটওয়াশই করবে না, ওয়ানডেতে জয় ও হার বিবেচনায় প্রথমবারের মতো টাইগারদের সমান হবে আফগানিস্তান।
যে একাদশ নিয়ে মাঠে নামে টাইগাররা: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।