প্রতিনিধি 10 October 2025 , 12:43:37 প্রিন্ট সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার চিরচেনা বকুলতলায় এবার আর বাজবে না শরতের গান, উড়বে না রঙিন আলপনার ছোঁয়া। সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বহু প্রতীক্ষিত ‘শরৎ উৎসব’ আয়োজনের অনুমতি শেষ মুহূর্তে বাতিল করেছে চারুকলা কর্তৃপক্ষ। আপত্তি ওঠার পর হঠাৎ এই সিদ্ধান্তে হতবাক আয়োজকরা যে মঞ্চে প্রতি বছর সুর-নৃত্যে শরতের আগমন উদ্যাপিত হয়, সেখানে এবার নেমে এসেছে নীরবতার পর্দা।
এ বিষয়ে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বলেন, ‘আমরা নিয়ম মেনে বকুলতলার জায়গা ভাড়া নিয়েছি। ২৬ হাজার টাকাও পরিশোধ করা হয়েছে। কিন্তু গত বুধবার (৮ অক্টোবর) রাতে চারুকলা কর্তৃপক্ষ জানায়, গোলযোগ হওয়ার আশঙ্কায় সেখানে অনুষ্ঠান করা যাবে না।। পরে আমাদের সরঞ্জামও চারুকলায় ঢুকতে দেয়া হয়নি।’


এ ছাড়া চারুকলার ডিন প্রফেসর আজহারুল ইসলাম বলেন, ‘অনুষ্ঠানটি নিয়ে অনেকের আপত্তি ছিল। শিক্ষার্থীদের বিভিন্ন পক্ষ থেকেও আপত্তি এসেছে। তাই অনুষ্ঠানটি না করার অনুরোধ জানানো হয়েছে।’
প্রথমে চারুকলায় অনুষ্ঠান না করার সিদ্ধান্তের পর বিকল্প ভেন্যু হিসেবে গেন্ডারিয়ার কচিকাঁচার মেলা মাঠে আয়োজনের প্রস্তুতি নেয় সংগঠনটি। কিন্তু সেখানেও ‘স্থানীয় আপত্তির মুখে’ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত স্থগিত হয়।
পরে অনুষ্ঠান না হলেও আয়োজক ও অংশগ্রহণকারীরা ফরিদা ইয়াসমিনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠান বাতিলের প্রতিবাদ জানান।