খেলা

এখনো এশিয়ান কাপে খেলার সুযোগ আছে বাংলাদেশের

  প্রতিনিধি 10 October 2025 , 12:33:26 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাতীয় ফুটবল দল, ছবি: বাফুফে
বাংলাদেশ জাতীয় ফুটবল দল, ছবি: বাফুফে
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের স্বপ্ন এখন দারুণ চ্যালেঞ্জের মুখে। গতকালের ম্যাচে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর সাত গোলের লড়াইয়ে শেষ মুহূর্তে হেরে বাংলাদেশ স্বপ্নটিকে অনেকাংশে হারিয়েছে। তবে কাগজে কলমে এখনও টিকে আছে কিছু আশা।

বাংলাদেশের জন্য বাছাইপর্বে পথটিকে সহজ নয়। প্রথম তিন ম্যাচে কোনো জয় না পাওয়ায় হামজা-জামালরা এখন বাকি তিন ম্যাচের সবটিতেই জিততে হবে। কোনো ম্যাচে হেরে গেলে এশিয়ান কাপের সম্ভাবনা অনেকাংশে ম্লান হয়ে যাবে।

বাংলাদেশের গ্রুপে হংকং, ভারত ও সিঙ্গাপুর রয়েছে। গ্রুপের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে হংকং শীর্ষে অবস্থান করছে, সিঙ্গাপুর দ্বিতীয় স্থানে, ভারত তার চেয়ে নীচে এবং বাংলাদেশ এখনো তালিকার তলায়।

বিজ্ঞাপন

বাংলাদেশকে বাকি তিনটি ম্যাচে ভারত, সিঙ্গাপুর এবং হংকংয়ের বিপক্ষে খেলতে হবে। প্রতিটি ম্যাচে জিতলেই হবে, কিন্তু শুধু জয়ই যথেষ্ট নয়। বাংলাদেশকে বাকি দলের ফলাফলের দিকে নজর রাখতে হবে। বিশেষ করে সিঙ্গাপুরের ম্যাচ গুরুত্বপূর্ণ। যদি সিঙ্গাপুর বাংলাদেশের সঙ্গে পরাজয়ের পাশাপাশি অন্য কোনো ম্যাচে হারে বা ড্র করে, তাহলে বাংলাদেশের জন্য আশা খুলে যেতে পারে।

হংকং ইতোমধ্যেই গ্রুপে এগিয়ে আছে। তাই বাংলাদেশ চাইবে বাকি ম্যাচে হংকং জিতুক, তবে তাদের কাছে বাংলাদেশও হারবে। সেক্ষেত্রে হংকংয়ের সঙ্গে বাংলাদেশ দ্বিতীয় দল হিসেবে এশিয়ান কাপের জন্য স্থান পেতে পারে। একই সঙ্গে ভারতকে সিঙ্গাপুরের বিপক্ষে অন্তত একটি ম্যাচে ড্র করতে হবে।

এভাবে সমীকরণ দাঁড়ায় যে, বাংলাদেশ যদি বাকি তিন ম্যাচে জয় পায় এবং বাকি দলগুলোর ফলাফলে অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে তারা দ্বিতীয় স্থানে উঠে আসতে পারবে। এই সম্ভাব্য ফলাফলে হংকং গ্রুপের শীর্ষে অবস্থান করবে এবং ভারত গ্রুপের তলায় থাকবে।

বাংলাদেশের তাদের পরবর্তী ম্যাচে ১৪ অক্টোবর মুখোমুখি হবে হংকংয়ের বিপক্ষে তাদের মাঠে। পরের ম্যাচ ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচ ২০২৬ সালের ৩১ মার্চ ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে।

সবকিছু মিলিয়ে, বাংলাদেশের এশিয়ান কাপের স্বপ্ন এখনও জাগ্রত আছে, কিন্তু পথের প্রতিটি ধাপেই ভুল করার কোনো সুযোগ নেই।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:23 PM খুলনা জেলা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ফিজিওর মৃত্যু 4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫