• সর্বশেষ সংবাদ স্ক্রল

    বৃদ্ধ মোস্তাকিনকে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা দিলেন রিজভী

      প্রতিনিধি 9 October 2025 , 6:31:25 প্রিন্ট সংস্করণ

    - বৃদ্ধ মোস্তাকিনকে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা দিলেন রিজভী। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ৩৫ বছর ধরে বুক দিয়ে ঘানি টেনে সংসার চালানো, নীলফামারীর কিশোরগঞ্জের পাগলাটারি গ্রামের বৃদ্ধ মোস্তাকিন আলী ও তার স্ত্রী ছকিনা বেগমের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা তুলে দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো দুইটি ব্যাটারিচালিত ভ্যানের চাবি ও নগদ অর্থ মোস্তাকিনের হাতে তুলে দেন। সহায়তা গ্রহণের পর মোস্তাকিন দম্পতি রুহুল কবির রিজভীকে উপহার হিসেবে ঘানিতে তোলা সরিষার তেল দেন।

    বিজ্ঞাপন

    রিজভী আহমেদ বলেন, বৃদ্ধ মোস্তাকিনের জীবনের গল্পটা আমাদের হৃদয় ছুঁয়েছে। তিনি নিজের ঘামের বিনিময়ে বেঁচে আছেন, পরিশ্রম দিয়ে সমাজের উদাহরণ তৈরি করেছেন। আমাদের নেত্রী ও নেতা তার এই সংগ্রামের খবর জেনে সহায়তার নির্দেশ দিয়েছেন। গণমাধ্যমে মোস্তাকিন দম্পতির জীবনের গল্প প্রকাশের পর বিভিন্ন জায়গা থেকে সহায়তার হাত বাড়ানো হয়। তারেক রহমানও বিষয়টি দেখে ব্যক্তিগতভাবে সাহায্যের নির্দেশ দেন।

    সহায়তা পেয়ে আবেগাপ্লুত মোস্তাকিন আলী বলেন, বিশ্বাস করতে পারছি না, আমার মতো গরিব মানুষকে এত বড় উপহার দওয়া হবে। সাংবাদিক ভাইয়েরা আমার খবরটা প্রকাশ করেছিলেন বলেই আজ এত কিছু পেলাম। আমার জীবনটাই যেন পাল্টে গেল। তার স্ত্রী ছকিনা বেগম বলেন, আমরা অনেক কষ্টে ছিলাম। এখন মনে হচ্ছে আল্লাহ আমাদের দিকে চেয়ে দেখেছেন। আমরা সবার জন্য দোয়া করি।

    এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন, জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:02 PM কুমিল্লা-৪ আসন: ‘নির্বাচন করতে পারবেন না, বিএনপি প্রার্থী মঞ্জুরুল’ 7:38 PM সুপ্রিম কোর্টে দুর্নীতির প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: অফিস আদেশ 7:29 PM মুসাব্বির হত্যার ঘটনা: সারাদেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি 6:56 PM অত্যাবশ্যক তালিকায় নতুনমাত্রায় যোগ হয়েছে ১৩৬টি ওষুধ 6:53 PM নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে 6:35 PM সেন্ট মার্টিনে এক জালে ধরা পড়লো ৬৮৭ লাল কোরাল, বিক্রি ১০ লাখ টাকায় 6:24 PM ধর্মঘট প্রত্যাহার করেছে-এলপিজি ব্যবসায়ীরা 6:13 PM গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ঝুট গোডাউনে আগুন 6:07 PM সুপ্রিম কোর্ট ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি 5:13 PM যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ