• খেলা

    আফগানিস্তানের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

      প্রতিনিধি 8 October 2025 , 9:33:08 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ফরম্যাটের বাইরে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে র‌্যাঙ্কিংয়ে উন্নতির বিকল্প নেই। এ ম্যাচ দিয়ে ওয়ানডেতে সাইফ হাসানের অভিষেক অনেকটাই নিশ্চিত। উইকেট-কিপিং করবেন নুরুল হাসান সোহান। এদিকে, ঘুরে দাঁড়াতে মরিয়া আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। আবুধাবিতে ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।

    টাইগার শিবিরে স্বস্তির বাতাস। টানা জয় পাল্টে দিয়েছে ড্রেসিংরুমের পরিবেশ। এশিয়া কাপে যাদের নিয়ে তেমন প্রত্যাশা ছিলো না, তারাই আফগানিস্তান-শ্রীলঙ্কাকে হারিয়েছে, সম্ভাবনা জাগিয়েছে ফাইনালে ওঠারও। এরপর টি-টোয়েন্টি সিরিজে আফগানদের করেছে হোয়াইটওয়াশ। তবে, এবার পরীক্ষা ওয়ানডে সিরিজ।

    দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বের হচ্ছে বাংলাদেশ। গেলো ৩ মাস কেবল এই ফরম্যাটই খেলেছে ফিল সিমন্সের শিষ্যরা। টানা ১৭টা টি-টোয়েন্টি ম্যাচের পর ফিফটি ওভার গেম খেলতে নামার আগে মাইন্ডসেট-অ্যাপ্রোচেও আনতে হচ্ছে পরিবর্তন।

    বিজ্ঞাপন

    ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে সাইফ হাসানের অভিষেক হওয়াটা প্রায় নিশ্চিত। এশিয়া কাপে আলো ছড়ানো সাইফ এবার প্রথমবার ডাক পেয়েছেন ওয়ানডে স্কোয়াডে। সব ঠিক থাকলে তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধতে যাচ্ছেন সাইফ।

    এদিকে ফিট থাকলে একাদশে দেখা যেতে পারে তাওহীদ হৃদয়কে। কিপার হিসেবে সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহানকে এগিয়ে রাখার ঘোষণা দিয়ে রেখেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফলে একাদশে জাকের আলী অনিকের জায়গায় সোহানকে দেখা যেতেও পারে। ৭ নম্বরে শামীম হোসেন পাটোয়ারীর খেলা প্রায় নিশ্চিত। 


    বোলিং ইউনিটে ৩ পেসারের সঙ্গে ১ স্পিনারের খেলাও প্রায় নিশ্চিত। স্পিনে তানভীর ইসলাম এবং রিশাদ হোসেনের মধ্যে একজনকে খেলানো হবে। ৩ পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিবের খেলাও প্রায় নিশ্চিত।

    আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

    তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক/নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:08 AM টিভিতে আজকের খেলা (১৬ জানুয়ারি, ২০২৬) 7:47 AM খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ 7:39 AM আজ ফের মাঠে ফিরছে বিপিএল 7:33 AM গাজায় যুদ্ধবিরতিতেও থামছে না ইসরায়েলি হামলা 7:54 PM যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 7:17 PM সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা 6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু