প্রতিনিধি 4 October 2025 , 11:39:46 প্রিন্ট সংস্করণ

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের দলে নতুন মুখ সাইফ হাসান। টি-টোয়েন্টির ফর্ম তাকে সুখবর এনে দিল ওয়ানডেতেও।
শুক্রবার (৩ অক্টোবর) তিন ম্যাচের সেই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

দলে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে মাত্র দুটি পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে ছিটকে গেছেন লিটন কুমার দাস, আর বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। বড় চমক বলতে সাইফ হাসানের ডাক পাওয়া।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
উল্লেখ্য, আফগানদের বিপক্ষে তিনটি ওয়ানডে মাঠে গড়াবে যথাক্রমে আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে