রাজনীতি

ফ্লোটিলায় ইসরায়েলের হামলা, আজ বিক্ষোভে নামছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

  প্রতিনিধি 3 October 2025 , 10:55:39 প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

নিরীহ গাজাবাসীর জন্য ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় দখলদার ইসরায়েলের হামলা ও ত্রাণযান জব্দের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যার অংশ হিসেবে আজ শুক্রবার (৩ অক্টোবর) দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে দলের নেতাকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিবৃতির মাধ্যমে সংগঠনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসরায়েল মানবতার শত্রু এক বর্বর শক্তি, যারা আন্তর্জাতিক আইন-কানুন উপেক্ষা করে নিজেদের স্বার্থে মানবিক উদ্যোগকেও আক্রমণ করে থাকে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ, যেখানে ৪৪টি দেশের প্রায় ৫০০ মানুষ অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স ও বেলজিয়ামের নাগরিক ছাড়াও রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি, আইনজীবী, মানবাধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশের পক্ষ থেকে এতে যুক্ত হয়েছেন শহিদুল আলম। অথচ ইসরায়েল এ মহৎ উদ্যোগকে সশস্ত্রভাবে প্রতিহত করে ত্রাণসামগ্রী জব্দ করেছে, যা আসলে গোটা বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল।

মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসরায়েলকে এখনই প্রতিহত করা না গেলে তারা এক সময় ইউরোপকেও চাপে ফেলবে। এখন ইউরোপীয় সরকারগুলো কী সিদ্ধান্ত নেয়, সেটিই হবে আসল পরীক্ষা—তারা কি নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে নাকি বর্বর ইসরায়েলের প্রতি নীরব থাকবে।

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমাদের নাগরিক শহিদুল আলমের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বৈশ্বিক মানবিক উদ্যোগে ইসরায়েলের এই বর্বর আচরণের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান আরও জোরালো করতে হবে।

ঘোষণায় তিনি জানান, ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার (আজ) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান!