প্রতিনিধি 28 September 2025 , 6:35:03 প্রিন্ট সংস্করণ

‘বিগত ১৬ বছরে ব্যাংকের টাকা লোপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। কেউ ছাড় পাবে না’। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে কঠোর বার্তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়-অর্থ মন্ত্রণালয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে (বাসস) দেয়া একান্ত সাক্ষৎকারে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন এরই মধ্যে ব্যাংকের টাকা লোপাটকারী অনেককে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরকেও নজরদারিতে রাখা হয়েছে। এ সময় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের নাম উল্লেখ করে বলেন, ওনাকে এখন অন্য মামলায় আটক করা হয়েছে। কিন্তু অচিরেই তার আর্থিক অনিয়মের বিষয়ে মামলা হবে।

ড. আনিসুজ্জামান বলেন, ‘বারকাত সাহেবের আমলে জনতা ব্যাংক থেকে যেসব লোন হয়েছে, সেগুলো সরকারের বিবেচনায় আছে। প্রত্যেকটি টাকার হিসাব নেয়া হবে। যাদের অনিয়ম-দুর্নীতির কারণে আর্থিক খাতে বিশাল অপরাধ সংঘটিত হয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না’। ‘শুধু জনতা ব্যাংক নয়, অন্য সব ব্যাংকের বিষয়েও সরকারের নজরে আছে। সময়মতো জাতিকে সব বিষয়ে জানিয়ে দেয়া হবে’।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও জানান, ‘আর্থিক খাতের অনিয়মের মামলা করতে অনেক ডকুমেন্ট দরকার হয়। হুট করে করা যায় না। তাই টাকা পাচার বা টাকা লুটপাটের সঙ্গে জড়িতদের এখন অন্য মামলায় আটক করা হলেও অচিরেই তাদের বিরুদ্ধে যাচাই করা তথ্যের ভিত্তিতে টাকা আত্মসাতের মামলা করা হবে। এ ছাড়াও টাকা পাচার রোধে বর্তমান সরকার বিভিন্ন দেশের সঙ্গে মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স চুক্তি করছে বলেও জানান তিনি।