আন্তর্জাতিক

ট্রাম্পের ঘোষণা: ইসরায়েলকে পশ্চিম তীর দখলের অনুমতি দেবে না যুক্তরাষ্ট্র

  প্রতিনিধি 26 September 2025 , 2:00:31 প্রিন্ট সংস্করণ

আমি ইসরায়েলকে ওয়েস্ট ব্যাঙ্ক দখলের অনুমতি দেবো না
আমি ইসরায়েলকে ওয়েস্ট ব্যাঙ্ক দখলের অনুমতি দেবো না
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে, তিনি ইসরায়েলকে পশ্চিম তীর (ওয়েস্ট ব্যাঙ্ক) দখল বা সংযুক্ত করার অনুমতি দেবেন না। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, “আমি ইসরায়েলকে ওয়েস্ট ব্যাঙ্ক দখলের অনুমতি দেবো না। না, আমি এটা হতে দেব না। এটা ঘটবে না। যথেষ্ট হয়েছে, এখন থামার সময় এসেছে।”

এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প ইসরায়েলের কট্টর ডানপন্থি রাজনীতিকদের দাবি প্রত্যাখ্যান করলেন, যারা ওই অঞ্চলকে ইসরায়েলের আওতাভুক্ত করতে চেয়েছিল।

আরব নেতাদের উদ্বেগ

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাম্প্রতিক সময়ে তার ডানপন্থি মিত্রদের চাপের মুখে রয়েছেন পশ্চিম তীর সংযুক্ত করার বিষয়ে। এ নিয়ে আরব নেতাদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে কয়েকজন আরব নেতা ট্রাম্পের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সতর্কবার্তা দেন।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ জানান, পশ্চিম তীর সংযুক্তির যেকোনো পদক্ষেপ গুরুতর পরিণতি ডেকে আনতে পারে—এই বার্তাটি প্রেসিডেন্ট ট্রাম্প খুব ভালোভাবে বুঝেছেন।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

ফ্রান্স, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল ইতোমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা টিকিয়ে রাখতে। তবে ইসরায়েল এসব পদক্ষেপকে তীব্রভাবে নিন্দা করেছে।

পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ

১৯৬৭ সালের যুদ্ধের সময় ইসরায়েল পশ্চিম তীর দখল করে। বর্তমানে সেখানে প্রায় ৭ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং ২৭ লাখ ফিলিস্তিনি বসবাস করছে। আন্তর্জাতিক সম্প্রদায় এসব বসতিকে অবৈধ হিসেবে বিবেচনা করলেও ইসরায়েল তা মানতে নারাজ।

সম্প্রতি ইসরায়েল সরকার বিতর্কিত ই১ প্রকল্পের অনুমোদন দিয়েছে, যা পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করবে এবং পূর্ব জেরুজালেম থেকে আলাদা করে দেবে। ফিলিস্তিনিরা আশঙ্কা করছে, এই প্রকল্প তাদের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে আরও দুর্বল করবে।

নেতানিয়াহুর প্রতিক্রিয়া অপেক্ষমাণ

ট্রাম্পের ঘোষণার পর এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি নেতানিয়াহুর কার্যালয়। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী নিউইয়র্ক থেকে দেশে ফিরে এ বিষয়ে বক্তব্য রাখবেন।

সূত্র: রয়টার্স

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ