লাইফস্টাইল

গোপন স্বাস্থ্য ধ্বংসকারী খাদ্য পণ্য হচ্ছে চিনি!

  প্রতিনিধি 20 September 2025 , 6:05:07 প্রিন্ট সংস্করণ

- শরীর বিষমুক্ত করতে চিনি’র গুরুত্ব। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

অতিরিক্ত চিনি শরীরের ওজন বৃদ্ধি, প্রদাহ এবং টাইপ-২ ডায়াবেটিসের কারণ হতে পারে। এই চিনি হলো সবচেয়ে গোপন স্বাস্থ্য ধ্বংসকারী খাদ্য পণ্য। এটি রক্তে গ্লুকোজ বৃদ্ধিকে ট্রিগার করে এবং হৃদপিণ্ড, লিভার ও পাচনতন্ত্রের ওপর বোঝা চাপিয়ে দেয়। তবে চিনি বাদ দেয়া কঠিন হতে পারে, আপনি একটু সচেতন হলেই এটি সম্ভব।

চলুন জেনে নেয়া যাক, শরীর বিষমুক্ত করতে এর গুরুত্ব-যখন শরীর থেকে চিনি নির্মূল করা হয়, তখন শরীর জটিল কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর চর্বির মতো স্থিতিশীল শক্তির উৎসে চলে যায়। এর ফলে সারা দিন ধরে স্থিতিশীল পরিমাণে শক্তি পাওয়া যায়। কর্টিসলের মতো স্ট্রেস হরমোনও স্থিতিশীল হয়, ঘুমের মান উন্নত করে।

বিজ্ঞাপন

চিনি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে রক্তে গ্লুকোজ আর অস্বাভাবিকভাবে ওঠানামা করে না। এটি হঠাৎ ক্ষুধা এবং তন্দ্রা দূর করে। ইনসুলিনের মাত্রা ভারসাম্য বজায় রাখতে শুরু করে, অগ্ন্যাশয়ের ওপর চাপ কমায়। তাই চিনি খাওয়া বাদ দিতে পারলে, ক্ষতিকারক ব্যাকটেরিয়া গ্রহণ না করার ফলে পাচনতন্ত্র তার নিরাময় শুরু করতে পারে। শরীরের প্রদাহ কমতে শুরু করে। এটি ত্বক, জয়েন্ট এবং অন্ত্রের উপকার করে।

আবার অতিরিক্ত চিনি গ্রহণের কারণে সাধারণত অতিরিক্ত চর্বিতে আটকে থাকা লিভার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করে, ডিটক্স এবং সাধারণভাবে কাজ করতে সহায়তা করে। রক্তচাপও স্বাস্থ্যকর দিকে ঝুঁকতে শুরু করে। অতিরিক্ত চিনি শ্বেত রক্তকণিকার কার্যকলাপকে দমন করে না। তাই চিনিযুক্ত খাবারের পরিবর্তন আপনার উপকার বয়ে আনবে।

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি