• অপরাধ

    মিরপুরে পরিত্যক্ত ভবনে মিললো নিখোঁজ ব্যক্তির মরদেহ

      প্রতিনিধি 17 January 2026 , 3:13:24 প্রিন্ট সংস্করণ

    ছবি-সংগৃহীত।
    ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মিরপুর বেনারসি পল্লীর মিল্লাত ক্যাম্প এলাকায় সিটি কর্পোরেশন মার্কেটের পরিত্যক্ত ভবন থেকে মো. শরীফ আহমেদ সুমন (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড।

    স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর বেনারসি পল্লীতে সিটি কর্পোরেশন মার্কেটের এই ভবনটি বহুদিন ধরেই পরিত্যক্ত। শুক্রবার রাতে এখানেই একটি লাশের খোঁজ মেলে। ঘটনাস্থলে আসে পুলিশ, ক্রাইমসিন ইউনিট ও নিখোঁজ আছে এমন ব্যক্তিদের কয়েকটি পরিবারের সদস্যরা৷ তাদের মধ্য থেকে একটি পরিবার লাশ শনাক্ত করতে সমর্থ হয়।

    বিজ্ঞাপন

    পরিবারের সদস্যরা জানায়, নিহত ব্যক্তির নাম মো. শরীফ আহমেদ সুমন। তিনি পেশায় একজন মোবাইল মেকানিক। গ্রামের বাড়ি বরিশালের মুলাদীতে হলেও, দীর্ঘদিন বসবাস করছেন ঢাকায়। পাঁচদিন আগে বাসা থেকে বের হয়েছিলেন শরীফ। এরপর আর ফেরেননি। এ ব্যাপারে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।

    পল্লবী থানার ওসি এ কে এম আলমগীর জাহান বলেন, এটি হত্যাকাণ্ড হতে পারে। দুই থেকে তিনদিন ধরে মরদেহটি পড়েছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    এলাকাবাসীর দাবি, পরিত্যক্ত এই ভবনে প্রায়ই ঘটে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিয়মিত মাদকের আখড়া হিসেবেও পরিচিত ভবনটি।

    এ বিষয়ে জানতে চাইলে ওসি আলমগীর বলেন, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:13 PM মিরপুরে পরিত্যক্ত ভবনে মিললো নিখোঁজ ব্যক্তির মরদেহ 2:22 PM ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান 1:57 PM জুলাইয়ের চেতনা ধ্বংস করতেই দুটি পত্রিকা অফিসে আগুন: নূরুল কবির 1:47 PM ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিতে সাঁতারে ২ নারীসহ ৩৫ জন 1:27 PM দীর্ঘ ৩০ বছর পর অন্ধকারের অবসান, রাহেলা বেগমের নতুন পথচলা! 12:57 PM পাকিস্তানে ব্যাংক-থানা দখলের চেষ্টা, সংঘর্ষে নিহত ১২ 11:58 AM দেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন শুরু 11:34 AM বাংলাদেশও বিশ্বকাপে খেলতে পারে : ফিফা সভাপতি 11:19 AM মাঝরাতে আমির হামজার দুঃখপ্রকাশ 10:44 AM সিলেটে ত্রিমুখী বাসের সংঘর্ষ, নিহত ২