• জাতীয়

    মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা: কৃত্রিমভাবে চলছে শ্বাস-প্রশ্বাস

      প্রতিনিধি 14 January 2026 , 6:15:58 প্রিন্ট সংস্করণ

    মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা: কৃত্রিমভাবে চলছে শ্বাস-প্রশ্বাস। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানের শ্বাস-প্রশ্বাস চলছে কৃত্রিমভাবে। তবে সর্বশেষ মেডিকেল বোর্ড সভায় আপাতত দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঘটনার সময় মস্তিষ্কের রক্তনালীতে গুলির আঘাত লেগে, তার স্ট্রোক হয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। এতে মস্তিষ্কের ডান পাশে চাপ বেড়ে গেছে এবং অবস্থা এখনো সংকটাপন্ন।

    বিজ্ঞাপন

    বুধবার (১৪ জানুয়ারি) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে অনুষ্ঠিত মেডিকেল বোর্ডের সভা শেষে এসব তথ্য জানানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে যে চিকিৎসা চলমান রয়েছে, তার সঙ্গে অতিরিক্ত কিছু ওষুধ যুক্ত করা হয়েছে। বিশেষ করে মস্তিষ্কের চাপ কমানোর জন্য প্রয়োজনীয় ওষুধ দেয়া হচ্ছে। পাশাপাশি শিশুটিকে এখনো মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে।

    অপরদিকে, ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু গণমাধ্যমকে বলেন, আপাতত দেশেই হুজাইফার চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার অবস্থা অনুযায়ী পরবর্তী চিকিৎসা পরিকল্পনা, ধাপে ধাপে নির্ধারণ করা হবে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হুজাইফার গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী জ্ঞানের মাত্রা ১৫-এর মধ্যে ৭, যা তার অবস্থাকে গুরুতর হিসেবে নির্দেশ করে। এ পর্যায়ে তার শারীরিক অবস্থার প্রতিটি পরিবর্তন অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:15 PM মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা: কৃত্রিমভাবে চলছে শ্বাস-প্রশ্বাস 6:14 PM আবারও গুরুত্বপূর্ণ তিন সড়ক অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের 5:38 PM বিএনপি জুলাই সনদের প্রতিটি প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: সালাহউদ্দিন আহমেদ 5:35 PM কাতারের বিমানঘাঁটি থেকে কর্মীদের সরে যাওয়ার পরামর্শ 4:53 PM লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট 4:09 PM ৮০০ কোটি আয় করা বিএসসিকে লাভ ধরে রাখার আহ্বান প্রধান উপদেষ্টার 4:05 PM ইরানে টানা ১৩২ ঘণ্টার বেশি সময় ধরে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ 4:00 PM ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত 3:39 PM বিনিয়োগকারীদের আইপিওর শেয়ার বরাদ্দ আবারও লটারিতে 3:16 PM ঝিনাইদহে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭৯ জন কয়েদি