
প্রতিনিধি 10 January 2026 , 7:51:07 প্রিন্ট সংস্করণ

আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে দেশব্যাপী বিশেষ প্রচার চালাবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। যেসব আসনে তাদের নিজেদের প্রার্থী থাকবে সেখানে ওই প্রার্থীর নেতৃত্বে এবং যেসব আসনে নিজেদের প্রার্থী থাকবে না সেখানে ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধি নিয়োগ করে প্রচারণা চালাবে দলটি।
এনসিপি সূত্রে জানা গেছে, এই কর্মসূচির নেতৃত্ব দেবেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলটির একাধিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই দেশব্যাপী গণভোটের প্রচারে নামবে তারা।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, খুব শিগগিরই আমরা গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ক্যাম্পেইনে নামব। ‘হ্যাঁ’কে বিজয়ী করার লক্ষ্যে আসনভিত্তিক অ্যাম্বেসেডর বা প্রতিনিধি দেয়া হবে। এসব প্রতিনিধির কাজ হবে জনগণকে সচেতন করা এবং বোঝানো কেন ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন এবং কেন এটি জয়ী হওয়া জরুরি।
এ দিকে, ৩০০ আসনের মধ্যে ২৭০ আসনে কেন প্রতিনিধি দেয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, জোটের যেসব আসনে প্রার্থী থাকবে, সেখানে তারাই কাজ করবেন। যেসব আসনে আমাদের প্রার্থী নেই, সেখানেই ‘হ্যাঁ’ ভোটের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে।

উল্লেখ্য, সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রাথমিকভাবে ৩০টি আসনে সমঝোতার আলোচনা থাকলেও এখনো চূড়ান্ত আসন বণ্টন হয়নি। তবে এ পর্যন্ত ৪৪টি আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন এনসিপির প্রার্থীরা।
অপরদিকে, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত ৩১ সদস্যের এই কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এবং মনিরা শারমিনকে সেক্রেটারি করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন-ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, আকরাম হুসাইন, আলাউদ্দীন মোহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তাহসীন রিয়াজ, লে. কর্নেল (অব.) মো. সাব্বির রহমান।
এ ছাড়াও রয়েছেন-সাদিয়া ফারজানা দিনা, ফরহাদ সোহেল, আবু সায়েদ লিয়ন, হামযা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেজবাহ উদ্দীন, মো. শওকত আলী, মাজহারুল ফকির, আবু বাকের মজুমদার, অ্যাডভোকেট সাকিল আহমাদ, সাইফ ইবনে সারোয়ার, কৈলাশ চন্দ্র রবিদাস, নাভিদ নওরোজ শাহ, সরদার আমিরুল ইসলাম সাগর, ইয়াসির আহমেদ ও আয়মান রাহাত।