
প্রতিনিধি 7 January 2026 , 5:55:24 প্রিন্ট সংস্করণ

আদালতের হাজতখানায় আসামিদের নামাজ পড়তে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) জায়নামাজ প্রদান করেছেন।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সিজিএম মো. সাজ্জাদুর রহমান নিজে উপস্থিত থেকে জায়নামাজ বিতরণ করেন। পরে তিনি হাজতখানা পরিদর্শন করেন। পাশাপাশি আসামিদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন।


এ সময় ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সিজিএম কোর্টের হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন,‘হাজতখানায় আসা আসামিদের নামাজের সুবিধার্থে সিজিএম স্যার জায়নামাজ প্রদান করেছেন। নামাজের সময় হলে আমরা আসামিদের কাছে জায়নামাজ পৌঁছে দেব।’
এছাড়া তিনি আসামিদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নিয়েছেন।