
প্রতিনিধি 6 January 2026 , 11:56:48 প্রিন্ট সংস্করণ

নতুন বছরকে আরও রোমান্টিক করে তুলতে আসছে এক নতুন নাটক ‘প্রেম আমার’। জনপ্রিয় ইউটিউব চ্যানেল Captain’s Drama-তে মুক্তি পাচ্ছে এই বিশেষ নাটকটি আগামী ৮ জানুয়ারি, বৃহস্পতিবার।

আদিফ হাসানের নির্মাণে নাটকটিতে জুটি বেঁধেছেন আরশ খান ও ফারিহা রহমান। ভালোবাসা, আবেগ আর হৃদয়ছোঁয়া গল্পে ভরপুর এই নাটকটি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেবে বলেই আশা করা হচ্ছে।
নতুন বছরের শুরুতেই রোমান্টিক গল্পের স্বাদ পেতে চোখ রাখুন Captain’s Drama YouTube চ্যানেলে।