
প্রতিনিধি 29 December 2025 , 6:58:44 প্রিন্ট সংস্করণ

শোবিজ অঙ্গনে প্রেম, বিয়ে ও বিচ্ছেদের গুঞ্জন নতুন কিছু নয়। প্রায়ই তারকাদের ব্যক্তিগত জীবন ঘিরে নানা আলোচনা উঠে আসে। সেই তালিকায় এবার যুক্ত হলো জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী ও সংগীতশিল্পী নোরা ফাতেহির নাম। সম্প্রতি এক তারকা ফুটবলারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ঘিরে সরগরম বিনোদন মহল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এক ফুটবলারের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন এই গ্ল্যামার গার্ল। শুধু তাই নয়, ওই ফুটবলারের সঙ্গে একাধিকবার ডেটিংও করেছেন নোরা এমন দাবিও শোনা যাচ্ছে। মূলত নোরার একটি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই এই জল্পনার শুরু।
সম্প্রতি ‘আফ্রিকা কাপ অব নেশনস ২০২৫’-এর একটি গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে মরক্কো সফর করেন নোরা ফাতেহি। কারণ, সেই ম্যাচেই খেলছিলেন তার ‘প্রিয় মানুষ’। এর আগেই দুবাইয়ে দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ার পর প্রেমের গুঞ্জন শুরু হয়। মরক্কোতে একসঙ্গে উপস্থিতি সেই জল্পনাকে আরও উসকে দেয়।


আফকনের প্রথম ম্যাচে কোমোরোসকে ২-০ গোলে হারায় মরক্কো। ওই ম্যাচ চলাকালীন গ্যালারিতে লাল পোশাকে নোরা ফাতেহিকে দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ম্যাচ ঘিরে নোরা দুটি পোস্টও করেন। এক ভিডিওতে তাকে এক সহচরীর সঙ্গে মরক্কোর পতাকা হাতে নাচতে দেখা যায়। ক্যাপশনে ম্যাচের ফলাফল উল্লেখ করে তিনি লেখেন, খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। তবে বিরতির পর আমাদের ছেলেরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
এই পোস্টের পর থেকেই প্রশ্ন একটাই নোরা ফাতেহির হৃদয় জুড়ে ঠিক কোন ফুটবল তারকা? যদিও নোরা কিংবা সেই রহস্যময় ফুটবলার দু’জনেই এ বিষয়ে সম্পূর্ণ নীরব। জানা গেছে, দু’জনেই নিজেদের ব্যক্তিগত জীবন গোপন রাখতেই আগ্রহী। নোরা আপাতত তার কাজেই পুরো মনোযোগ দিতে চান।

এদিকে কাজের দিক থেকে চলতি বছরের ৫ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ‘উফ ইয়ে সিয়াপা’ সিনেমায় সবশেষ দেখা গেছে নোরা ফাতেহিকে। জি. অশোক পরিচালিত এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন সোহম শাহ, নুশরাত ভারুচ্চা, ওমকার কাপুরসহ আরও অনেকে।
সব মিলিয়ে নোরা ফাতেহির প্রেমজীবন ঘিরে রহস্য এখনো অটুট। সেই রহস্যময় ফুটবলারের পরিচয় প্রকাশ্যে আসে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন ভক্ত ও বিনোদনপ্রেমীরা।