• বিনোদন

    কানাডায় মঞ্চ মাতালেন নুসরাত ফারিয়া

      প্রতিনিধি 29 December 2025 , 5:04:53 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। বছরের শেষ মুহূর্তগুলো দারুণ আনন্দের মধ্যে কাটছে তার।

    ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। বছরের শেষ মুহূর্তগুলো দারুণ আনন্দের মধ্যে কাটছে তার। কয়েক দিন ধরে কানাডায় অবস্থান করছেন এ নায়িকা। এর মধ্যে তিনি জানিয়েছিলেন, দেশটির অটোয়া শহরে একটি অনুষ্ঠানে অংশ নেবেন এবং সে আমন্ত্রণও পেয়েছেন। রোববার দুপুরে সামাজিক মাধ্যমে একটি ছোট ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, সাদা রঙের একটি গ্ল্যামারাস ফ্রিল ড্রেস এবং সাদা বুট পরে মঞ্চে ঝড় তুলেছেন ফারিয়া।

    ধারণা করা হচ্ছে, ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারের সেই জমকালো পারফরম্যান্স সেটি; আর ভিডিওটি মুহূর্তেই তার ভক্ত-নেটিজেনদের মাঝে সারা ফেলে বেশ। ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সাথে তাল মিলিয়ে ফারিয়ার স্টাইলিশ মুভগুলো তার নাচের দক্ষতাও ফুটে ওঠে।

    বিজ্ঞাপন

    ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে তা মুহূর্তেই তার ভক্ত ও নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা তার নাচের ভঙ্গি এবং অভিব্যক্তিকে প্রশংসা করেছেন। একজন ভক্ত লিখেছেন, ‘অসাধারণ নেচেছেন আপু।’ আবার একজন মজা করে লিখেছেন, ‘জায়েদ খান প্রো,’ নাচের স্টাইল তুলনা করে।

    বছরের শেষ সময়টি নুসরাত ফারিয়া কানাডায় কাটাচ্ছেন। কখনো টরন্টো আবার কখনো অটোয়ার বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করছেন তিনি। এর আগে অটোয়া থেকে শেয়ার করা একটি ছবি, যেখানে নেটিজেনরা তাকে ‘ক্লিওপেট্রা’র সঙ্গে তুলনা করেছেন, ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।

    কানাডা সফরের এই আনন্দঘন মুহূর্তে নুসরাত ফারিয়ার সঙ্গে দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকে। বড়দিন এবং নতুন বছরের উৎসব তারা একসঙ্গে উদযাপন করছেন। গত ২৬ ডিসেম্বর ফারিয়া একটি ছবি প্রকাশ করে লিখেছিলেন, ‘২৭ তারিখ দেখা হবে অটোয়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে।’ এরপর ভক্তরা আশা করেছিলেন, সম্ভবত জায়েদ খানের সঙ্গে মঞ্চ মাতাবেন তিনি। যদিও নাচের ভিডিওতে জায়েদ খানকে দেখা যায়নি, এজন্য একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘জায়েদ খান কোথায়?’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:40 AM রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৮ ফেব্রুয়ারি 11:24 AM দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা 11:17 AM ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক: বিপাকে ভারত 10:52 AM বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ 10:37 AM ইরান যুদ্ধের জন্য প্রস্তুত 9:56 PM ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী 9:52 PM দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের, ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা 9:00 PM ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়: বিসিবি 8:36 PM এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন 8:09 PM নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা