
প্রতিনিধি 29 December 2025 , 11:25:18 প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি রাজধানীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকালে আমিনুল হকের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কার্যালয় চত্বরে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যায়। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দলের প্রতি সমর্থন জানান।

মনোনয়নপত্র দাখিল শেষে আমিনুল হক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি আশা প্রকাশ করেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত হলে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে।
বিএনপির নেতাকর্মীরা জানান, ঢাকা–১৬ আসন একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনে জনসম্পৃক্ত ইস্যু-যেমন নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান ও জননিরাপত্তা-নিয়ে দল নির্বাচনী প্রচারণা চালাবে। তারা আরও বলেন, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে জনমত গঠনের দিকে গুরুত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা ও মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠছে। ঢাকা–১৬ আসনেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।