
প্রতিনিধি 26 December 2025 , 8:20:31 প্রিন্ট সংস্করণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে, শুক্রবার (২৬ ডিসেম্বর) সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিকেলে রাজধানী থেকে সাভারের উদ্দেশে রওনা করেছেন তিনি। তবে আগারগাঁও থেকেই হাজার হাজার নেতাকর্মীদের ভীড়ে তার গাড়িবহরটি ধীরগতিতে এগিয়ে যাচ্ছে। সর্বশেষ খবরে জানা গেছে, তাকে বহনকারী গাড়িটি আমিন বাজার পার হয়েছে। অপেক্ষমাণ মানুষ তাকে এক পলক দেখতে পারছেন। তিনিও মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করছেন।
অপরদিকে, প্রিয় নেতাকে দেখতে স্মৃতিসৌধ এলাকায় বিকেল থেকেই অপেক্ষমাণ নেতাকর্মীরা ভিড় করেছেন। এ ছাড়াও ঢাকা-আরিচা সড়কের সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত মহাসড়কের দুপাশে সকাল থেকেই জড়ো হয়েছেন নেতাকর্মীরা।
এর আগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিকেলে স্মৃতিসৌধে পৌঁছতে না পারায় বিকেল ৫টা ৬ মিনিটে তার পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র নেতাকর্মীরা। এ ছাড়াও িতারেক রহমানের আগমনে জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তায় র্যাব, পুলিশ, বিজিবি, আমড ব্যাটেলিয়ানসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৗশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসবেন। এ জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।
ইতোমধ্যে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ, লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তমিজ উদদীনসহ বিভিন্ন নেতারা স্মৃতিসৌধ এলাকায় অবস্থান করছেন।
অপরদিকে, বিএনপি’র নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফ সদস্যরাও ভিতরে প্রবেশ করতে গেলে প্রথমে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনী বাধা প্রদান করলেও পরে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এসে তাদেরকে ভিতরে প্রবেশের অনুমতি দেন।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দিন পর দেশে এসেছেন। তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিশেষ প্রস্তুতি নেয়া হয়েছে।