
প্রতিনিধি 15 December 2025 , 4:24:49 প্রিন্ট সংস্করণ

বোলাররা নেপালকে অলআউট করেন ১৩০ রানে। রান তাড়ায় ব্যাটসম্যানদের স্বচ্ছন্দ ব্যাটিংয়ে লক্ষ্য যেন আরও ছোট হয়েছে। দুয়ে মিলে এল সহজ জয়।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জাওয়াদ আবরারের অপরাজিত ৭০ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ লক্ষ্য পেরিয়ে গেছে ১৫১ বল হাতে রেখে।
টানা দুই জয়ে সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশের যুবারা। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল তারা।
আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলেই সেমিতে খেলা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ ও লঙ্কানদের। ভিন্ন ফল এলে অপেক্ষা করতে হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্য।