• বিনোদন

    দ্য মাস্ক’-এর অভিনেতা পিটার গ্রিন মারা গেছেন

      প্রতিনিধি 14 December 2025 , 1:32:20 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    হলিউডের নব্বই দশকের দর্শকদের কাছে পরিচিত মুখ, পর্দার শক্তিশালী ভিলেন পিটার গ্রিন আর নেই। ‘পাল্প ফিকশন’ ও ‘দ্য মাস্ক’ সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেতাকে নিউইয়র্কের নিজ অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

    নিউইয়র্ক পোস্ট থেকে জানা যায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিউইয়র্কের লোয়ার ইস্ট সাইডের ক্লিনটন স্ট্রিটে অবস্থিত নিজের বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায় পিটার গ্রিনকে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের প্রাথমিক তথ্যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মেডিকেল পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে।

    দীর্ঘদিনের ম্যানেজার গ্রেগ এডওয়ার্ডস অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন। আমাদের প্রজন্মের অন্যতম শক্তিশালী অভিনেতা। তাঁকে বন্ধু হিসেবে ভীষণ মিস করব।

    বিজ্ঞাপন

    নব্বইয়ের দশকে পিটার গ্রিন নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন পর্দার ভয়ংকর ও জটিল চরিত্রে অভিনয়ের মাধ্যমে। কুয়েন্টিন টারান্টিনোর কাল্ট ক্লাসিক ‘পাল্প ফিকশন’ সিনেমায় নিষ্ঠুর চরিত্র ‘জেড’ হিসেবে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। একইভাবে ‘দ্য মাস্ক’ সিনেমায় জিম ক্যারি ও ক্যামেরন ডিয়াজের বিপরীতে ডোরিয়ান টাইরেল চরিত্রে তার উপস্থিতি ছিল দুর্দান্ত।

    ম্যানেজার এডওয়ার্ডস জানান, ব্যক্তিগত জীবনে নানা সংগ্রাম থাকলেও কাজের ক্ষেত্রে গ্রিন ছিলেন ভীষণ পারফেকশনিস্ট। প্রতিটি চরিত্রে নিজেকে নিংড়ে দিতে চাইতেন তিনি। অভিনেতা হিসেবে তিনি ‘দ্য ইউজুয়াল সাসপেক্টস’, ‘ট্রেনিং ডে’, ‘ব্লু স্ট্রিক’, ‘লজ অব গ্র্যাভিটি’সহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে প্রায় ৯৫টি অভিনয় কৃতিত্ব।

    নিউ জার্সির মন্টক্লেয়ার শহরে জন্ম নেওয়া পিটার গ্রিন কৈশোরে বাড়ি ছেড়ে নিউইয়র্কের রাস্তায় জীবন শুরু করেছিলেন। একসময় মাদকাসক্তির সঙ্গে লড়াই করেছেন তিনি। ১৯৯৬ সালে আত্মহত্যার চেষ্টা করার পর চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সেই অন্ধকার অধ্যায় পেরিয়ে আসেন।

    মৃত্যুর আগে তিনি নতুন একটি স্বাধীন চলচ্চিত্র ‘মাসকটস’-এর শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন, যেখানে তার সহশিল্পী হওয়ার কথা ছিল মিকি রুর্ক। হঠাৎ এই মৃত্যু সেই পরিকল্পনাকেও থামিয়ে দিল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:08 AM টিভিতে আজকের খেলা (১৬ জানুয়ারি, ২০২৬) 7:47 AM খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ 7:39 AM আজ ফের মাঠে ফিরছে বিপিএল 7:33 AM গাজায় যুদ্ধবিরতিতেও থামছে না ইসরায়েলি হামলা 7:54 PM যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 7:17 PM সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা 6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু