খেলা

ভারত বনাম পাকিস্তান : এশিয়া কাপের উত্তপ্ত ম্যাচের আগে দুই দলের প্রস্তুতি

  প্রতিনিধি 14 September 2025 , 2:14:48 প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

এশিয়া কাপ ২০২৫। ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানে শুধু খেলা নয়; সাথে রয়েছে আবেগ আর আবেগ। নিজ দল হারলে ভক্তদের হতাশা রূপ নেয় ক্ষোভ বা ভয়াবহ পরিস্থিতিতে। তবে, আজ দুবাইয়ে মাঠে নামার আগেই রাজনৈতিক আবহে ম্যাচটিকে ঘিরে আলোচনা ক্রিকেটকে ছাপিয়ে গেছে।

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট সংবাদ সম্মেলনে হাজির হন। সেখানে ক্রিকেটের চেয়ে বেশি প্রশ্ন ছিল রাজনৈতিক উত্তেজনা ঘিরে, বিশেষ করে গত মে মাসের সংঘাতের পর দুই দেশের যুদ্ধাবস্থার আশঙ্কা নিয়ে।

ডেসকাট বলেন, খেলোয়াড়রা দেশের মানুষের আবেগ বুঝতে পারছে। তবে মাঠে নেমে সবকিছু ভুলে পেশাদারিত্ব দেখাতে হবে। তিনি জানান, ড্রেসিং রুমের বৈঠকে গৌতম গম্ভীর খেলোয়াড়দের বলেছেন, ‘নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে না ভেবে শুধু খেলায় মন দিতে হবে।’

বিজ্ঞাপন

অন্যদিকে পাকিস্তান সম্পূর্ণ ভিন্ন কৌশল নিয়েছে। সংবাদমাধ্যমের চাপ সামলাতে পাঠানো হয়েছিল তরুণ ক্রিকেটার সাইম আইয়ুবকে। তিনি বেশ সহজভাবে বলেছেন, ভারতের বিপক্ষে ম্যাচটা তাদের কাছে ‘শুধুই আরেকটা ক্রিকেট ম্যাচ’।

আইয়ুব বলেন, ‘একই খেলোয়াড়কে প্রতিবার ম্যাচ জেতাতে বলা যায় না। দল ১১ জনের, সবাই মিলে চেষ্টা করলেই জয় আসে।’

ভারতকে শেষবার পাকিস্তান হারিয়েছিল ২০২১ সালের অক্টোবর মাসে। এরপর থেকে টানা হেরে আসছে তারা।

নিজের ফর্ম নিয়ে প্রশ্নের জবাবে তিনি হেসে বলেন, ‘গত বছর জিজ্ঞেস করলে ভালো উত্তর দিতে পারতাম। এবার শুধু চেষ্টা করবো দলের জন্য সেরাটা দিতে।’

ভারত যেখানে রাজনৈতিক আবহের চাপ সামলাতে খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করছে, সেখানে পাকিস্তান তরুণদের মাধ্যমে চাপকে হালকা করতে চাইছে।

নতুন অধিনায়ক ও কোচের নেতৃত্বে পাকিস্তান ফলাফল বদলাতে চাইবে, অন্যদিকে ভারত চায় মাঠের লড়াইয়ে জয় এবং ঘরের সমর্থকদের মন জয়।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি