
প্রতিনিধি 12 December 2025 , 11:31:28 প্রিন্ট সংস্করণ

দেশে এবার নতুন ধরনের মাদক এমডিএমবি’র চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে বড় ধরনের একটি চালান আটকের তথ্য জানায় অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে প্রথমবারের মতো নতুন প্রকারের মাদক এমডিএমবি’র বিরাট চালান জব্দ করা হয়েছে। ভ্যাপ/ই-সিগারেটের মধ্যে গোপনে এই মাদক সরবারহ করা হতো।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে, এমডিএমবি মাদকটি মালয়েশিয়া থেকে আমদানি করা হয়েছে। এই মাদক সরবারহকারী চক্রের মূলহোতাসহ সব সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।
এমডিএমবি হলো কৃত্রিমভাবে তৈরি রাসায়নিক, যা গাঁজার প্রাকৃতিক উপাদানের মতো কাজ করে। এটি কিন্তু অনেক বেশি শক্তিশালী। এটি নতুন মনস্তাত্ত্বিক পদার্থ হিসেবে পরিচিত, যা প্রচলিত মাদকের চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মাদক সেবনে তীব্র হ্যালুসিনেশন, হৃদরোগ, মানসিক সমস্যা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে, যা সাধারণ মাদকাসক্তদের জন্যও মারাত্মক হুমকি।