অর্থনীতি

বাংলাদেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব: বাণিজ্য উপদেষ্টা

  প্রতিনিধি 13 September 2025 , 6:57:51 প্রিন্ট সংস্করণ

- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘সঠিক রাজনৈতিক নেতৃত্ব প্রদানের মাধ্যমে ৫ বছরেই বাংলাদেশকে সোনার খনিতে রুপান্তর সম্ভব। আমাদের জনবল রয়েছে। তবে দেশে পণ্য তৈরির কাঁচামালের অভাব রয়েছে’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের-ব্যবসা গবেষণা ব্যুরোর উদ্যোগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে স্থানীয় একটি হোটেলে ‘ব্যবসার ভবিষ্যৎ: উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন’ বিষয়ক ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের শিক্ষার্থীরা জ্ঞানার্জনের মাধ্যমে সে অভাব পূরণ করতে পারে। লেবার প্রডাক্টিভিটি, ইউটিলিটি প্রোপরশন, লজিস্টিক এক্সিলেন্স, কস্ট টু ফিন্যান্স, একসেস টু ফিন্যান্স এবং একসেস টু মার্কেট নিশ্চিত করতে পারলে, কাঁচামালের অভাব পূরণ করে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। ৫ আগস্টের পর বাজারকে সঠিক পথে পরিচালিত করা চ্যালেঞ্জ ছিল। তথাকথিত সিন্ডিকেটের অনেক সদস্য দেশ ছেড়ে পালিয়ে যায়। তখন সাপ্লাই সাইড ঠিক রাখা ছিল খুবই জটিল। সরকারের সামগ্রিক প্রচেষ্টায় বাজার ঠিক রেখেছ’।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে, বক্তৃতা করেন, উপ-উপাচার্য(একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তৈয়ব চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য-প্রফেসর মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মুসলিম চৌধুরী প্রমুখ।

শেখ বশিরউদ্দীন আরও বলেন, ‘শেখ হাসিনার পতনের পর বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের পাওনা ৬ বিলিয়ন ডলার, আমরা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিশোধ করেছি। বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার’।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
6:03 PM শাপলা প্রতীক পাচ্ছেনা এনসিপি 5:55 PM টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ 5:45 PM গতি কমল মেট্রোরেলের 5:28 PM থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশ 5:20 PM প্রতি আসনে একাধিক প্রার্থী প্রস্তুত রাখছে বিএনপি 4:56 PM এক লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান 4:39 PM পুলিশ সদস্যদের নিজেকে রাজনৈতিক কর্মী ভাবা যাবে না 4:23 PM খুলনা জেলা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ফিজিওর মৃত্যু 4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭