
প্রতিনিধি 7 December 2025 , 5:04:52 প্রিন্ট সংস্করণ

রাজনীতিতে বিএনপি ও জামায়াতের বাইরে তৃতীয় শক্তি হিসেবে নতুন জোট করতে চেয়েছিল এনসিপিসহ ৫টি রাজনৈতিক দল। শেষ পর্যন্ত ৩ দল (এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন) নিয়েই ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ জোট করতে হচ্ছে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা রয়েছে।

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনের উদ্দেশ্যে এই জোট গঠন করা হচ্ছে। অনুষ্ঠানে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টিসহ কয়েকটি দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়া বলেন, ‘আপাতত ৩টি দলের সমন্বয়ে এই রাজনৈতিক ও নির্বাচনী জোট তৈরি হচ্ছে। তবে এই জোটে অন্য দল যেমন ইউপিবি (ইউনাইটেড পিপলস বাংলাদেশ) বা গণ অধিকার পরিষদের শীর্ষ নেতাদের অন্তর্ভুক্তি নিয়ে মতভেদ থাকায় পূর্ববর্তী বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, যা কিছুটা অনিশ্চয়তা তৈরি করেছে।