
প্রতিনিধি 4 December 2025 , 8:53:26 প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিশেষ নিরাপত্তা ও সুবিধা শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াই পাবেন। তার পরিবারের সদস্যরা পাবে না বলে জানিয়েছেন-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ভিভিআইপি প্রটোকল শুধুমাত্র বেগম জিয়ার জন্য, পরিবারের অন্য সদস্যদের জন্য প্রযোজ্য নয়।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতের পরে অথবা শুক্রবার সকালের মধ্যে লন্ডন নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ডা. জাহিদ।