লাইফস্টাইল

সকাল বেলায় পেটে গ্যাসের উপস্থিতি, করণীয় কি?

  প্রতিনিধি 11 September 2025 , 7:30:07 প্রিন্ট সংস্করণ

- সকাল বেলায় পেটে গ্যাসের উপস্থিতি। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

বিভিন্ন কারণে পেটে গ্যাস হতে পারে। সকাল বেলায় ঘুম থেকে উঠে এর উপস্থিতির সঙ্গে আমরা সবাই কম-বেশি পরিচিত। এটি কেবল শারীরিক অস্বস্তি নয় বরং কাজে মনোযোগ দেয়াও কঠিন হয়ে পড়ে। নিয়মিত কিছু অভ্যাসে পরিবর্তন এনে এই সমস্যা দূর করা সম্ভব। জেনে নেয়া যাক, এ বিষয়ে আপনার করণীয় কি-

কিছুক্ষণ হাঁটাহাঁটি করা যেতে পারে: শরীরের নড়াচড়া অন্ত্রের গতিশীলতা বাড়ায়। মূলত এটি পরিপাকতন্ত্রকে সচল রাখতে সাহায্য করে। এমনকি ১০ মিনিটের হালকা হাঁটাও পেটের গ্যাস সাহায্য করতে পারে। এ ছাড়াও বিভিন্ন ধরণের হালকা ব্যায়ামের মাধ্যমে, মল ত্যাগের সম্ভাবনা তৈরী হলে সেটি নিঃসরণের মাধ্যমে স্বস্তি পাওয়া যায়।

বিজ্ঞাপন

সম্ভব হলে পান করুন ভেষজ চা: এক কাপ ভেষজ চা সকালে পেট ফুলে যাওয়ার সমস্যা দূর করতে সাহায্য করে। পুদিনা, আদা, কাঁচা হলুদ এবং মৌরির মতো চায়ের প্রাকৃতিক কার্মিনেটিভ বৈশিষ্ট্য রয়েছে। যার অর্থ হলো এগুলো পরিপাকতন্ত্রের পেশী শিথিল করতে এবং গ্যাসের প্রবাহকে সহজ করতে সাহায্য করে।

অপরদিকে, সকালের খাবার অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটি সারাদিনের জন্য আপনাকে শক্তি জোগাতে সাহায্য করে। সম্ভব হলে, হাইড্রেট থাকুন এবং সহজে হজম হয় এমন খাবার গ্রহণ করুন। মিনারেল ওয়াটার পান করতে পারেন এটি পেটের আস্তরণকে প্রশমিত করে। বিশেষ করে হালকা গরম পানি এ ক্ষেত্রে বেশি কার্যকরী। তাই শরীরে পানির ঘাটতি যেন না হয়, সেদিকে খেয়াল রাখুন। এ ছাড়াও খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন।

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি