• অর্থনীতি

    মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ১৮ প্রতিষ্ঠান

      প্রতিনিধি 23 November 2025 , 1:11:55 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার ঢাকায় র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ‘ইনস্পায়ার্ড বাই ফিউচার’ শিরোনামে আয়োজিত এ আয়োজনের সপ্তম সংস্করণে ব্যাংকিং, পেমেন্টস এবং ফিনটেক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানকে উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং দেশের ডিজিটাল অর্থনীতির অগ্রগতিতে অসাধারণ অবদান রাখার জন্য সম্মাননা দেওয়া হয়।

    এ বছর ১৯টি ক্যাটেগরিতে মোট ১৮টি প্রতিষ্ঠানকে ৩৩টি পুরস্কার দেওয়া হয়েছে। ডিজিটাল ইনোভেশন, ডিজিটাল বিজনেস, অনলাইন বিজনেস, ডেবিট (ডমেস্টিক অ্যান্ড ক্রস বর্ডার), ক্রেডিট (ডমেস্টিক অ্যান্ড ক্রস বর্ডার), প্রি-পেইড (ডমেস্টিক অ্যান্ড ক্রস বর্ডার), পিওএস ও অনলাইন অ্যাকোয়ারিং, অ্যাফ্লুয়েন্ট, লোকেশন-বেসড অ্যাকোয়ারিং, কো-ব্র্যান্ডস, ইনোভেশন অ্যান্ড ইনোভেশন ইন অ্যাকসেপ্ট্যান্স, ফিন্যান্সিয়াল ইনক্লুশন, ইমার্জিং বিজনেস এবং মাস্টারকার্ড বিজনেস গ্রোথ (ইস্যুয়িং) এর জন্য এ পুরস্কার দেওয়া হয়।

    এ বছর পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাংকের তালিকায় রয়েছে– ব্র্যাক, ইস্টার্ন, সিটি, এমটিবি, ডাচ্‌-বাংলা, পূবালী, সাউথইস্ট, ইসলামী, আল-আরাফাহ্‌ ইসলামী, ইউসিবি, মার্কেন্টাইল এবং এবি ব্যাংক। অন্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে– বিকাশ, পাঠাও, এসিআই লজিস্টিকস ও এসএসএল কমার্স।

    বিজ্ঞাপন

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল, কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; ডিরেক্টর জাকিয়া সুলতানা ও সোহেল আলিমসহ বাংলাদেশ ব্যাংকের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, দেশের শীর্ষস্থানীয় ব্যাংক, ফিনটেক কোম্পানি, কূটনীতিক এবং বিভিন্ন বৃহৎ মার্চেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

    মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের যাত্রায় সামনে আরও অনেক সম্ভাবনাময় সময় অপেক্ষা করছে। ব্যাংক, ফিনটেক এবং প্রযুক্তি প্রতিষ্ঠানসহ সমগ্র ইকোসিস্টেমে অংশীদারিত্ব ও উদ্ভাবনের সমন্বয়ে ডিজিটাল পেমেন্টকে আরও সহজ, নিরাপদ এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক করে তোলাই এ অগ্রগতির প্রধান চালিকাশক্তি। মাস্টারকার্ডে আমরা গ্লোবাল অভিজ্ঞতা ও স্থানীয় চাহিদাকে কাজে লাগিয়ে এ অংশীদারদের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫ সেইসব পথপ্রদর্শক ও অংশীদারদের সম্মান জানায়, যারা এই ভবিষ্যৎকে বাস্তবে রূপ দিচ্ছেন।’

    ২০১৯ সালে যাত্রা শুরু করা মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এখন দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদানের অন্যতম প্রধান প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ বছরের থিম সহযোগিতা, প্রযুক্তি ও অগ্রচিন্তার মাধ্যমে একটি শক্তিশালী আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলার বিষয়ে মাস্টারকার্ডের দূরদর্শী দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে, যা আগামী দিনের নতুন সুযোগ সৃষ্টির ভিত্তি স্থাপন করবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:56 PM অত্যাবশ্যক তালিকায় নতুনমাত্রায় যোগ হয়েছে ১৩৬টি ওষুধ 6:53 PM নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে 6:35 PM সেন্ট মার্টিনে এক জালে ধরা পড়লো ৬৮৭ লাল কোরাল, বিক্রি ১০ লাখ টাকায় 6:24 PM ধর্মঘট প্রত্যাহার করেছে-এলপিজি ব্যবসায়ীরা 6:13 PM গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ঝুট গোডাউনে আগুন 6:07 PM সুপ্রিম কোর্ট ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি 5:13 PM যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ 4:56 PM জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল 4:49 PM চীনা নাগরিকের হাত ধরে ঢাকায় অবৈধ আইফোন কারখানা 3:59 PM বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব