• খেলা

    প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের

      প্রতিনিধি 14 November 2025 , 2:08:44 প্রিন্ট সংস্করণ

    প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের
    প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সফরকারী আয়ারল্যান্ডকে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৮৬ করা আইরিশরা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৫৪ রানে। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৮ উইকেটে ৫৮৭ রান।

    শেষদিকে, আইরিশ লোয়ার অর্ডার ভালোই লড়াই করে। ৮৫ রানে ৫ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত যে ২৫৪ রান করতে পেরেছে তার পুরো অবদানই লোয়ার অর্ডারের। ম্যাকব্রাইনের ফিফটির পাশাপাশি বলবার্নি করেছেন ৩৮, নিল করেছেন ৩৬ রান। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়া ম্যাকার্থির ব্যাট থেকেও এসেছে ২৫ রান।

    বাংলাদেশ দলের দুই বাঁহাতি স্পিনার মিলে নিয়েছেন ৭ উইকেট। হাসান মুরাদ নিয়েছেন ৪টি, তাইজুল ৩টি। ২টি উইকেট নিয়েছেন নাহিদ রানা। ম্যাচসেরা হয়েছেন মাহমুদুল হাসান।

    বিজ্ঞাপন

    এর আগে, সিলেট টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ লিড পায় ৩০১ রানের। জবাব দিতে নেমে ৫ উইকেটে ৮৬ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে আয়ারল্যান্ড।

    দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে আইরিশরা। চাদ কারমাইকেলকে ফেরান নাহিদ রানা। পল স্টার্লিং আত্মবিশ্বাসের সঙ্গে খেললেও ব্যক্তিগত ৪৩ রানে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর হ্যারি টেক্টরকে (১৮) এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম।

    হাসান মুরাদের বলে ড্রাইভ খেলতে গিয়ে এক্সট্রা কভারে সাদমান ইসলামের দুর্দান্ত ক্যাচের শিকার হন ক্যাম্ফার। টাইগার এই স্পিনারের দ্বিতীয় শিকার হন লরকান টাকার (৯)। বল পায়ে লাগলে আম্পায়ার শুরুতে আউট দেননি। রিভিউ নেয় বাংলাদেশ। দেখা যায় বল আঘাত করতো লেগ স্টাম্পে। সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করে আইরিশরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:28 AM আজ বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা 11:56 PM জকসু নির্বাচন: ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীর জয় 10:57 PM রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা 8:17 PM জকসু নির্বাচন: গণনায় নাটকীয় মোড়, ভিপি পদে ৮০ ভোটে এগিয়ে ছাত্রশিবির 7:44 PM নিজ দেশের নাগরিকদের হত্যা করে গণকবর-সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা 7:05 PM উত্তরবঙ্গের ৯ জেলায় সফরে যাচ্ছেন তারেক রহমান 6:52 PM খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের আনুষ্ঠানিক শোক প্রকাশ 6:30 PM ১১ দিন কারাগারে অমানুষিক নির্যাতনের অভিযোগ-জুলাইযোদ্ধা সুরভীর 6:02 PM ওসমান হাদি হত্যা: প্রধান অভিযুক্ত ফয়সালের ৬৫ লাখ টাকা ফ্রিজ 5:55 PM আসামিদের নামাজ পড়তে হাজতখানায় জায়নামাজ দিলেন ঢাকার সিজিএম