• খেলা

    সিলেটে বড় জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

      প্রতিনিধি 13 November 2025 , 5:58:36 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মাহমুদুল হাসান জয়ের দেখানো পথে তিন অঙ্ক ছুঁয়েছেন নাজমুল হোসেন শান্ত। অন্য প্রান্তে চমৎকার ব্যাটিং করেছেন লিটন কুমার দাসও। আগের দিনের বড় ভিতে দাঁড়িয়ে বাংলাদেশ পেয়েছে বড় সংগ্রহ। যার সৌজন্য এখন তারা দেখতে পাচ্ছে বড় জয়ের সম্ভাবনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ২১৫ রানে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮৬ রান। চতুর্থ দিনে আর ২১৫ রানের আগে বাকি ৫ উইকেট নিতে পারলেই ইনিংস ব্যবধানে জিতে যাবে স্বাগতিকরা।

    এর আগে আইরিশদের ২৮৬ রানের জবাবে ৮ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। যার ফলে পেয়ে যায় ৩০১ রানের লিড।ঘরের মাঠে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটে ৫৬০ রানে ইনিংস ঘোষণা করেছিল তারা। সব মিলিয়ে এর চেয়ে বড় স্কোর আছে আর দুইটি- শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩৮ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৫৯৫ রান।

    বিজ্ঞাপন

    ১ উইকেটে ৩৩৮ রানে খেলতে নেমে দিনের শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারে ফিরে যান মাহমুদুল হাসান জয়। তার ক্যারিয়ার সেরা ইনিংসটি থামে ১৭১ রানে। ২৮৬ বলে ১৪ চারের সঙ্গে ৪টি ছক্কা মারেন তিনি।এক ওভার পর আগের দিনের আরেক অপরাজিত মুমিনুল হককেও ফেরান ব্যারি ম্যাকার্থি। সেঞ্চুরির আশা জাগিয়েও ১৩২ বলে ৮২ রানে থামে বাঁহাতি ব্যাটারের ইনিংস। ৫ চারের সঙ্গে ২টি ছক্কা মারেন সাবেক অধিনায়ক।বেশিক্ষণ টিকতে পারেননি ক্যারিয়ারের ৯৯তম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। ম্যাথু হামফ্রিজের বলে ক্লোজ-ইন গালিতে ক্যাচ দিয়ে ৫২ বলে ২৩ রানে ফেরেন অভিজ্ঞ ব্যাটার।পরে অধিনায়ক লিটন কুমার দাসকে নিয়ে ওয়ানডে স্টাইলে ছুটতে থাকেন শান্ত। দুজন মিলে মাত্র ১০৭ বলে গড়েন ৯৮ রানের জুটি। টপ-অর্ডারের তিন ব্যাটারের পর শান্তও পান ফিফটির দেখা।

    নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম বাংলাদেশের প্রথম চার ব্যাটার একই ইনিংসে খেললেন পঞ্চাশছোঁয়া ইনিংস। পরে লিটনের ব্যাট থেকেও আসে ফিফটি। ফলে প্রথম ছয় ব্যাটারের পাঁচজনই করেন অন্তত পঞ্চাশ রান।র আগে স্রেফ একবার এমন করতে পারে বাংলাদেশ। ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের প্রথম ইনিংসে প্রথম ছয় ব্যাটারের মধ্যে পাঁচ জন পঞ্চাশছোঁয়া ইনিংস খেলেন। দারুণ খেলতে খেলতে আলগা শটে ৬৬ বলে ৬০ রান করে ফেরেন লিটন। তবে ভুল করেননি শান্ত। মাত্র ১১২ বলে তিনি তুলে নেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে এটি তার চতুর্থ সেঞ্চুরি। যার তিনটিই চলতি বছর। বাংলাদেশের অধিনায়কদের মধ্যে ৪ সেঞ্চুরি আছে আর শুধু মুশফিকের।এরপর মেহেদী হাসান মিরাজ (১৭), অভিষিক্ত হাসান মুরাদ (১৬) ও হাসান মাহমুদ (১৩*) ছোট ছোট ইনিংস খেললে ছয়শর কাছে গিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

    আয়ারল্যান্ডের পক্ষে ১৭০ রান খরচায় ৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার হামফ্রিজ।৩০১ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে শুরুতে ধাক্কা খায় আয়ারল্যান্ড। চোটের কারণে নামতে পারেননি অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নি। চতুর্থ ওভারে অভিষিক্ত ক্যাড কারমাইকেলকে বোল্ড করে দেন নাহিদ রানা।অভিজ্ঞ ওপেনার পল স্টারলিং পাল্টা আক্রমণের চেষ্টা করেন। তবে দুর্ভাগ্যজনক রান আউটে থামে তার ৫৯ বলে ৪৩ রানের ইনিংস। এরপর অভিষিক্ত মুরাদ ও তাইজুলের ঘূর্ণিতে শেষ দিকে আরও ৩ উইকেট হারায় আইরিশরা।

    ৩ ওভারে মাত্র ৮ রানে ২ উইকেট নিয়েছেন মুরাদ। তাইজুলের শিকার ১টি। অ্যান্ডি ম্যাকব্রাইন ৪ ও হামফ্রিজ শূন্য রানে নতুন দিন শুরু করবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:38 AM খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল 10:45 PM সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা 10:43 PM বাড়লো জ্বালানি তেলের দাম 10:41 PM বিপিএল নিলাম: প্রথম পর্ব শেষে কার পকেটে কত টাকা? 10:39 PM বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন 10:36 PM ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন- প্রধানমন্ত্রী হতে চাই না, চাই দেশের গণতন্ত্র ফিরে আসুক’ 6:42 PM অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ 6:17 PM যে কারণে জাকের-মাহিদুলকে দলে নিতে বাধ্য হলো নোয়াখালী 6:00 PM গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে: গোলাম পরওয়ার 5:59 PM ৭৫ লাখ টাকায় লিটনকে স্কোয়াডে টানে রংপুর রাইডার্স